"সব অমাত্য পাত্রমিত্র এই বিলাপে খুশি
শুঁড়িখানাই কেবল সত্য, আর তো সবই ভূষি
ছি ছি হায় বেচারা
ছি ছি হায় বেচারা? শুনুন যাঁরা মস্ত পরিত্রাতা
এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা
হেঁটে দেখতে শিখুন"
'বাবুমশাই' কবিতার এই লাইনগুলো শোনেননি বা পড়েননি, এমন শঙ্খ-প্রেমী পাওয়া যাবে না। কিন্তু সত্যি কি আমরা এই 'আরেকটা কলকাতা'-র খবর রাখি?
রাখি না; কারণ আমরা হেঁটে দেখি না।
সুপ্রিয় চৌধুরী দীর্ঘদিন ধরে হেঁটে এই শহরকে দেখেছেন। মনে-মনে তিনি সেই শহরটিরই বাসিন্দা— এ-কথা বললে বোধহয় অত্যুক্তি হবে না। এবার, নানা সময়ে নানা জায়গায় প্রকাশিত একগুচ্ছ লেখাকে এই বইয়ে গ্রন্থবদ্ধ করে তিনি আমাদের নিয়ে গেছেন সেই শহরে।
তাঁর সঙ্গে হেঁটে দেখতে গিয়ে আমাদের চোখে আর মনে একে-একে ধরা দিয়েছে~
১. কালো কলকাতা;
২. কোড কলকাতা;
৩. ক্যাসিনো কলকাতা;
৪. ময়দান-ই-কলকাতা;
৫. পেডোফাইল কলকাতা;
৬. সুমন কলকাতা;
৭. না-মানুষি কলকাতা;
৮. কলিকাতা খাইবার পাস-১;
৯. কলিকাতা খাইবার পাস-২;
১০. মোগলাই কলকাতা;
১১. অন্য খাবার: কেয়ার অফ কলকাতা;
১২. এসকর্ট কলকাতা;
১৩. কলকাতার হারিয়ে যাওয়া মেলা;
১৪. কলকাতার বিচিত্র পেশা;
১৫. কলকাতার পকেটাত্মীয়;
১৬. কলকাতা ও শহরতলির বিচিত্র হাট-বাজার-বিপণি;
১৭. ঝি-স্পেশাল;
১৮. তাঁরা বৃদ্ধ হলেন;
১৯. সারারাত ফুটপাত;
২০. এ-শহর চেনে না।
শেষে থেকেছে (লেখকের নিজের অভিজ্ঞতা ছাড়া) অন্যান্য তথ্যসূত্র।
যদি অধ্যায়গুলোর শীর্ষক থেকে তাদের কনটেন্ট আন্দাজ করতে পারেন, তাহলে বুঝতেই পারছেন বিষয়ের দিক দিয়ে কতটা ব্যতিক্রমী এই বই।
যদি সেই আন্দাজটুকুও করতে না পারেন, তাহলে সখেদে বলি, এই বইয়ের মধ্যে থাকা নানা আপাত অবিশ্বাস্য অথচ কঠোরভাবে সত্যি কথাকে হজম করা আপনার পক্ষে বড়োই কঠিন হবে। তবে তাই বলে বইটাকে পাশ কাটিয়ে যাবেন না৷ নিয়ন আর হ্যালোজেন, উবার আর মেট্রো, মল আর মাল্টিপ্লেক্সের বাইরে যে বিশাল শহরটা বেঁচে থাকে আমাদের অজান্তেই, তার সম্বন্ধে জানার সূত্রপাত করার জন্য এই বইটি আদর্শ।
দুঃখ একটাই~ বইয়ের অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথাকথিত মূলস্রোতে একেবারেই অনালোচিত প্রসঙ্গ বড্ড কম জায়গা পেল।
আর হ্যাঁ, মানছি যে দুনিয়ার অধিকাংশ ভালো জিনিস উত্তর কলকাতাতেই পাওয়া যায়। কিন্তু দক্ষিণকে একেবারেই পাত্তা দেওয়া হল না দেখে কষ্ট পেলাম। আর কিছু না হোক, অন্তত বেহালার সুখাদ্য ও গাইডে না-থাকা দ্রষ্টব্য নিয়ে তো কিছু লেখাই যেত।
তবু বলব, ইদানীং বাজারে যতই ফুড-গাইড বা অন্য নির্দেশিকা সহজলভ্য হোক, 'হেঁটে দেখা'-র ফসল এই অনন্য, সুলিখিত, একান্ত ব্যক্তিগত নানা ভাবনায় জারিত বইটি লা-জবাব। সুযোগ পেলেই পড়ে ফেলুন।