আহলে হাদিস ফিরকার বিভ্রান্তিকর কিছু মতবাদের খণ্ডন করে লেখা একটি সুখপাঠ্য বই। লেখক কুরআন-হাদিসের দলিলের সাথে সাথে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাস্তবধর্মী যুক্তি ও উদাহরণ দিয়ে বইটি রচনা করেছেন।
নিরপেক্ষভাবে বলছি। প্রথম দিকে পুরোটা সময় আহলে হাদিসের লোকদের শয়তানের সাহায্যকারী হিসেবে তুলনা। তারপর একটা সময় পর কিছু কথা ইতিহাস ও পেছনের ঘটনা নিয়ে ব্যখ্যা যা একমাত্র ভাল দিক। এরপর আবার পুরোটা সময় জুরে আহলে হাদিস দাবি করা মানুষদের ভুল দাবি করা কিছু যৌক্তিক এবং কিছু অযৌক্তিক এবং হাস্যকর যুক্তি দিয়ে সম্পূর্ণ হানাফিদের পক্ষে একতরফা ব্যাখ্যা। একপর্যায়ে আহলে হাদিস গোষ্ঠীর এবাদত পদ্ধতি ভুল তা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য দাবি করা যা একমাত্র আল্লাহ ভালো জানার কথা। সিহাহ সিত্তাহ বাদে একাধিক হাদিসকে রেফারেন্স হিসেবে দেখানো। আরও অনেক বিষয়। আল্লাহ ভাল জানেন কারা সত্যের উপর আছে। সংগ্রহে রাখার মত কোন বই নয় এতটুকু বলতে পারি।
বিঃদ্রঃ আমি কট্টর আহলে হাদিস বা হানাফি নই। সেটা উহ্য রাখছি৷ মূল কথা বিতর্ক হয় এমন বিষয়ে আমি নিরপেক্ষ যুক্তি খন্ডন পছন্দ করি।