অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় পুত্র হারিয়ে শোকে বিভোর অংকের মাস্টার হারান। স্ত্রী তার মারা গেছে বহু আগেই। পুত্রের হঠাৎ মৃত্যুতে একলা মানুষটার জীবন এক প্রকার থেমে যায়। একাকীত্ব কাটাতে অংকই হয় তার সঙ্গী। আর অংক করতে করতেই এমন কিছুর সন্ধান পায় সে, যা কিনা এই সৃষ্টি জগতের রহস্য। কী হতে পারে সেই রহস্য? জানতে হলে পাঠককে পারি জমাতে হবে তানজিরুল ইসলামের উদ্দেশ্য নামক সাই-ফাই মেটাফিকশন গল্পে।
তানজিরুল ইসলামের জন্ম লালমনিরহাটে। এসএসসি রংপুর জিলা স্কুল থেকে আর এইচএসসি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুরে। স্নাতক শেষ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে। বর্তমানে স্বনামধন্য একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহ। সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও থৃলার সাহিত্যের প্রতি রয়েছে তার প্রবল ঝোঁক। ‘অনুভূতিহীন’ নামক তার একটি সাইয়েন্স ফিকশন গল্প প্রথম প্রকাশিত হয় কলেজ-ম্যাগাজিনে। এরপরে লিখেছেন বেশ কয়েকটি পাঠক-প্রিয় গল্প ও উপন্যাস, যা তাকে অন্যতম সম্ভাবনাময় লেখক হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন থৃলার লেখক হারলান কোবেনের ‘টেল নো ওয়ান’ তার প্রথম অনুবাদ গ্রন্থ। ‘প্রজাপতি বসে আছে মাত্রায়’ তার প্রথম মৌলিক সায়েন্স ফিকশন উপন্যাস।