বলি সব কিছুর একটা লিমিট আছে তো। কফিনের ভিতরে ভুত আছে। ভালো কথা, থাকতেই পারে। থাকাটাই স্বাভাবিক। সে রাতে বেড়িয়ে লোকজনের বাড়িতে ঢুকে যায়, রক্ত খায় সেটাও ঠিকই আছে। কিন্তু তাই বলে কে কবে শুনেছে ভুত ভস ভস করে সিগারেট টানছে, ধোয়ার রিং বানাচ্ছে, মদ খাচ্ছে, মানুষের পিঠে পা রেখে দেওয়াল টপকাচ্ছে,পরকীয়া করছে। উফ্ফ অসহ্য। 5 এ 1 দেবো।