ভারিক্কি চিন্তা থেকে মনকে সরিয়ে রাখতে চাইলে হাসির গল্পের জুড়ি নেই। আজ সেটাই করতে চেয়ে এই বইটা পড়া হল। পুরোনো 'আনন্দমেলা', 'শুকতারা' আর 'সন্দেশ'-এ প্রকাশিত এই গল্পগুলোর সঙ্গে আমার মতো বহু মানুষের শৈশব ও কৈশোর জড়িয়ে আছে। ওঙ্কারনাথ ভট্টাচার্য-র মনোহারী প্রচ্ছদে শক্ত দু'মলাটের মধ্যে এমন ঝকঝকে একটি বইয়ে তারা স্থান পেল বলে আগে আনন্দ পাবলিশার্স-এর উদ্দেশে কৃতজ্ঞতা জানাই। কী কী গল্প আছে এই বইয়ে? একে-একে লিখি। ১. পেল্লাদের কাণ্ড ২. শকুন্তলার টিকি ৩. কুকুর প্রভুভক্ত জীব ৪. মাধ্যাকর্ষণ ৫. রণেশের রংবেরং ৬. বাজি ৭. বিরিয়ানি ৮. বসে আঁকো ৯. অপারেশন আলু ১০. দেওয়াল ঘড়ির ঢং ১১. কৃষ্ণকান্তের অন্তর্ধান ১২. চুপি চুপি গুপ্ত এন্ড কোং ১৩. মেজদাদার কীর্তি ১৪. মেজদাদার ঠোঙা ১৫. মেজদাদার টিয়া ১৬. মেজদাদার উপহার ১৭. ভুলোমামার দারোয়ান ১৮. মেজদাদার চৈতন্যযোগ ১৯. মেজদাদার পকেটমার ২০. মেজদাদার ঐকতান ২১. বিচ্ছু রণে মেজদাদা প্রথম পড়ার সময় গল্পগুলোর মধ্যে বেশ কয়েকটা পড়ে এত হেসেছিলাম যে আশপাশ থেকে লোকজন দেখতে এসেছিল, ব্যাপারখানা কী। এখন অত হাসলাম না, স্বাভাবিকভাবেই। কিন্তু মুচকি-মুচকি হাসির যে ভাবটা মুখে থেকে গেল, তা শর্মা'র লস্যি বা যুগলের সন্দেশ খেলেই হয়। খেয়ে... আই মিন, পড়ে ফেলুন।