"কাল্লু ও রেজাঊলের সত্য জীবন" এক একাকী ঘরনার জীবনাহত এক নয়টা-পাচটার একঘেয়ে জীবনের অধিবাসী রেজাউল সাহেবের হঠাৎ বিপ্লবী হয়ে উঠার গল্প। দেখা যায়, কাল্লু নামের এক রিকশাচালককে রেজাউল সাহেব স্বশিক্ষায় শিক্ষিত ও বিপ্লবের মন্ত্রে দীক্ষা দেয়ার ইচ্ছায় নিজের বাসায় নিয়ে এসে, প্রচলিত শ্রমঘণ পরিবেশ এবং সমাজের কর্মের হায়রারকিকে তুচ্ছ করার বাসনায় ক্ষনিক চেষ্টা। তবে সামাজিক যে শোষনের পরিবেশ আর এটাই যে সমাজের নিম্নশ্রেণীর মানুষের কর্মের স্পৃহা তৈরি্র টনিক, সেই শোষিত ব্যবস্থাকে তুচ্ছ করলে পুরো সিস্টেমটাই যেন ভেঙ্গে যায়! এখানে তাই নেই কোন কল্পনাতুর বিপ্লব কিংবা সমাজের বেড়াজালকে নিমিষেই পরাজিত করা কোন বীর! যা আছে 'সত্য'! যা আছে ' ট্রাজেডি'!