Haraprasad Shastri (Bangla: হরপ্রসাদ শাস্ত্রী) was an Indian academic, Sanskrit scholar, archivist and historian of Bangla literature. He is most known for discovering the Charyapada, the earliest known examples of Bangla literature.
সাধারনত প্রবন্ধ খুব কম পড়া হয়। একাডেমী বইয়ের মধ্যে যেগুলো ছিল,তার বাইরে খুব কম পড়া হয়। হরপ্রশাধ শাস্ত্রী বাংলা সাহিত্যে খুবই Underrated! উনাকে নিয়ে সাধারনত খুব কম অালোচনা হয়। উনার অন্যান্য কোনো বই পড়া হয়নি। এটা একাডেমী বইয়ে ছিল। তাই পড়ার তালিকায় ছিল।
আমাদের সমাজব্যবস্থায় তেল মর্দনের যে প্রবণতা রয়েছে তা চােখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে হরপ্রসাদ শাস্ত্রী। একটি অন্যবদ্য প্রবন্ধ যেটিকে ব্যঙ্গ বিদ্রুপ ভাবে উপস্থাপন করা হয়েছে। সবার জন্য অবশ্যপাঠ্য হয়ে থাকবে এই প্রবন্ধটি।