নিশীকথা একটি কাল্পনিক উপন্যাস। আমাদের সমাজের একটি অগ্রহণযোগ্য চরিত্রের নাম রেনু। যে নিজের পরিবারকে বাঁচাতে রাতের অন্ধকারের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে সমাজের অবাঞ্চিত মেয়েদের দলে নাম লেখাতে নেমে পরে। রেনুর জীবনের সেই অন্ধাকারে আলোর ফুলঝুড়ি হয়ে আসে অয়ন চৌধুরী। যে নিজেকে রেনুর সাথে জড়াবে না ভেবেও বাধা পরে যায় এক মায়ার বন্ধনে। শুরু হয় তাদের ভালোবাসার নিশিকথা। লাঞ্চনার ভয়ে সব মায়া ত্যাগ করে পাড়ি জমায় দূর্নিবাসে। জন্ম হয় রেনু-অয়নের ভালোবাসার নতুন সত্ত্বা। যে পূর্ণতা দেয় তাদের ভালোবাসার গল্পের। একে দেয় একটি সুন্দর ইতি। রেনুর চরিত্রের সাথে বাস্তবতার আংশিক মিল থাকলেও চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক।
২.৬/৫ কনসেপ্ট ভালো ছিল তবে তেমন একটা ভালো লাগেনি। যেটা না বললেই না যে প্রায় প্রতিটা লাইনেই নামের একাধিক উল্লেখ, কুসংস্কারে বিশ্বাসী। হয়ত আর ছোট করা যেতো গল্পটা!!!