ওয়াহিদ সুজনের গল্প কথনের মধ্যে একটা ঘোর আছে। যেভাবে তিনি গল্প বলছেন, গল্পের কথক যেভাবে চিন্তা করে, ওভাবে আমিও কখনও না কখনও চিন্তা করেছি। ঐ ঘোরের মধ্যে পড়েছি। সে কারণেই হয়ত গল্পগুলো ভালো লাগল। কোনো কোনো জায়গায় পড়তে গিয়ে মনে হয়েছে এই ফ্লোতে আরও লিখে গেলে চমৎকার একটা উপন্যাস দাঁড়িয়ে যেতে পারে। ওয়াহিদ সুজন আরও লিখবেন, আরও গল্প লিখবেন, সেই আশায় থাকি।