চার্লসের ওপর কিছু পড়ার আগ্রহ ছিল বহুদিন ধরে। প্রাথমিকভাবে এই বইটি পড়ে ফেললাম। বীগল যাত্রা সম্পর্কে বেশ কিছু বিষয় বিস্তারিত আলোচনা করা হলেও বিবর্তনবাদ সম্পর্কে স্পষ্ট কোন ধারণা দেয়া হয়নি। ডারউইন সম্পর্কে একদমই না জানা কারো জন্যেই বইটি প্রাথমিকভাবে পড়া যেতে পারে। অন্যথায় সময় অপচয় হবার আশংকা থাকবে।