Full of many humorous true stories about Tagore. It's been wonderful to learn about the fun loving side of him. My version had a printing error that caused more than 10 missing pages. Make sure to check before you buy it.
❝নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে।❞ ___রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বিশেষ একটি নাম। বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তাঁর বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বহু বাঙালির রক্তস্রোতে আজও মিশে আছেন। বেশিরভাগ মানুষের মতো আমারও বদ্ধমূল ধারণা ছিলো রবীন্দ্রনাথ বুঝি গুরুগম্ভীর ও রসবোধহীন।তার যথাযথ কারণ যে নেই তা কিন্তু নয়।আজ অব্দি উনার হাসিমুখের ছবি দেখি নি আমি।
রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব যার পদচারণ ছিলো সাহিত্যের সকল ক্ষেত্রেই। কিন্তু, কবি যে হাস্যরসের ভান্ডার ছিলেন তা অনেকেই জানেন না, যেমনটা আমিও জানতাম না। তিনি মোটেও রাশভারি স্বভাবের ছিলেন না। আচ্ছা! ব্যক্তিজীবনে কেমন ছিলেন তিনি?
কবির ব্যক্তিজীবনের নানা বর্ণনা,ঘটনা ও হাস্যরস নিয়ে ছোট ছোট গল্প আকারে লেখক তাপস রায় " রসিক রবীন্দ্রনাথ " বইটি রচনা করেছেন।বইয়ে রবীন্দ্রনাথের শৈশব থেকে শুরু করে জীবনের শেষ মূহুর্ত অব্দি নানা ঘটনাবলী উঠে এসেছে। যেখানে পাঠক সমাজ গুরুগম্ভীর রবীন্দ্রনাথ এর বদলে একজন রসিক রবীন্দ্রনাথ কে খুঁজে পাবে। বইয়ে থাকা গল্পগুলো বিখ্যাত সকল ব্যক্তিদের থেকে সংগ্রহ করা হয়েছে যারা রবীন্দ্রনাথের শুভাকাঙ্ক্ষী ও তার সাহচর্যে ছিলেন। যে সকল পাঠক রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে আগ্রহী তাদের বেশ দারুণ লাগবে আশা করি।এছাড়া, সবগুলো গল্পই মজার।
বইটি লিখতে গিয়ে তাপস রায় যে বেশ খেটেছেন তা আর বলার উপেক্ষা রাখে না।কারণ,বিভিন্ন জন থেকে গল্পগুলো সংগ্রহ করতে হয়েছে তাকে।নানা বই ও তথ্যসূত্র ঘাটতে হয়েছে।বইটি কে গবেষণাধর্মী বই বললে কিঞ্চিত ভুল হবে না বোধকরি। চাইলে একাধিকবার পড়তে পারবেন বইটি।