প্রাচীন গ্রীক-রোমান দার্শনিকদের ছোট ছোট কাহিনী নিয়ে বই। এ বইটির একটি কাহিনী এমনঃ
একবার একজন বিখ্যাত পতিতা সক্রেটিসকে বললেন, তোমার প্রভাবের চাইতে মানুষের উপর আমার প্রভাব বেশী। আমি চাইলে তোমার সব অনুসারীকে নিয়ে যেতে পারি। কিন্তু তুমি আমার কোন অনুসারীকে নিতে পারবে না।
সক্রেটিস বললেন, হয়ত ঠিকই বলেছ। কিন্তু তুমি ওদের নিয়ে যাচ্ছো পাহাড়ের খাদে আর আমি আমার অনুসারীদের খাড়া পাহাড় বেয়ে উপরে তুলছি, নিয়ে যাচ্ছি সদগুণের মন্দিরে। যেই রাস্তা অতি অল্প লোকেরই পরিচিত।
১.ডায়োজিনিসকে জিজ্ঞেস করা হল, "বিয়ের সঠিক বয়স কোনটি?" ডায়োজিনিস উত্তর দিলেন,"একজন যুবকের জন্য এখনো আসে নি।আর বৃদ্ধের জন্য তো নয়ই।"
২.এরিস্টিপ্পাস তার ছেলেকে পছন্দ করতেন না। এজন্য তার বউ তাকে দোষারোপ করে বললেন, ও তো তোমারই অংশ। এরিস্টিপ্পাস মাটিতে থুতু ফেলে বললেন, এই থুতুও আমার অংশ কিন্তু কোন কাজের নয়।
৩.ডায়োজিনিস একবার প্লেটোকে বলেছিলেন তার বাগান থেকে তিনটা ডুমুর দিতে। প্লেটো এক ঝুড়ি ভর্তি ডুমুর পাঠালেন। ডায়োজিনিস বললেন, সেই পুরনো গল্পই।তাকে এক বিষয়ে জিজ্ঞেস করো, সে হাজারটা উত্তর নিয়ে হাজির হবে।
গ্রিক উইট.... মুরাদুল ইসলাম.... . গ্রীক দার্শনিক ডায়োজেনিসকে লোকে তাঁর জীবনাচরণের জন্য কুকুর বলে ডাকত। একবার কিছু লোক ডায়োজেনিসের দিকে খাওয়া শেষে মাংসের নোংরা হাড্ডির টুকরো ছুঁড়ে মারল। ডায়োজেনিস তাতে উত্তেজিত না হয়ে লোকেদের গায়ে পেশাব করে দিলেন। লোকগুলো এবার ক্ষেপে গেল। ডায়োজেনিস তাদের বললেন, " আশ্চর্য!!! তোমরা এত ক্ষেপে গেলে কেন? তোমরা কি জানো না কুকুর যেখানে সেখানে মুতে দেয়?" . তো এই ডায়োজেনিসের সাথে সময় পেলে প্রায়শই গল্পে মেতে উঠতেন গ্রীক বীর আলেকজান্ডার। আলেকজান্ডার এমনটাও বলেছিলেন, "আমি যদি আলেকজান্ডার না হতাম, তবে অবশ্যই ডায়োজেনিস হতে চাইতাম!" একবার ডায়োজেনিস আলেকজান্ডারকে জিজ্ঞেস করলেন, "এই যে আপনি এত এত দেশ জয় করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আলেকজান্ডার উত্তর দিলেন, "আমি এর পর সমগ্র গ্রীস জয় করব!" ডায়োজেনিস জিজ্ঞেস করলেন, "তারপর?" আলেকজান্ডার এবার বললেন, "তারপর সমগ্র এশিয়া জয় করব!" ডায়োজেনিস জিজ্ঞেস করলেন, "তারপর?" "তারপর সমগ্র পৃথিবী জয় করব!" "তারপর?" আলেকজান্ডার বললেন, "তারপর আর কী! শান্তিমতন একটু বিশ্রাম নেব!" ডায়োজেনিস হেসে বললেন, "এই শান্তিমতন একটু বিশ্রাম নেয়ার জন্যে এত যুদ্ধ হাঙ্গামা বাঁধাবেন? সে তো আপনি এখনই নিতে পারেন!" . একবার এক লোক সক্রেটিসকে বলল, "মানুষ যা আকাঙ্ক্ষা করে তা যদি সে পেয়ে যায় তাহলে দারুণ হয়!" সক্রেটিস উত্তর দিলেন, "আর মানুষের যদি কোনো আকাঙ্ক্ষাই না থাকে তাহলে তা আরো দারুণ হয়!" . এরকমই ছোট ছোট কিন্তু অসম্ভব বুদ্ধিদীপ্ত কাহিনীর সংকলন এই "গ্রিক উইট" বইটি। ইংরেজিতে এই ধরণের গল্পগুলোকে বলা হয় এনেকডোট। বেশ কয়েকটি ইংরেজি বই থেকে গল্পগুলো সংগ্রহ করে বাংলায় ভাষান্তরিত করেছেন মুরাদুল ইসলাম। গল্পগুলোতে হয়তো ওইসব মহান দার্শনিকদের দর্শন সম্পর্কে জানা যাবে না কিন্তু তাদের ক্ষুরধার প্রজ্ঞা আর সেন্স অভ হিউমার খুঁজে পাওয়া যাবে। আর সেন্স অভ হিউমার যে সিরিয়াস আলোচনা থেকেও শক্তিশালী হতে পারে তার দারুণ একটা উদাহরণ হতে পারে এই বই। . বইটি প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী। আমরা যেহেতু বইয়ের গুণগত মান নয় বরঞ্চ পৃষ্ঠা গুণে বইয়ের দাম ঠিক করি, সেই হিসেবে বইটির দাম অনেকের কাছেই বেশি মনে হবে। পকেট সাইজের ৫৮ পৃষ্ঠার এই বইয়ের গায়ের দাম ধরা হয়েছে ২০০ টাকা। কিন্তু বাজে কিছু কম দামে কিনে সময় নষ্ট করার চাইতে ভালো কিছু বেশি দামে কিনে সময়টা সঠিকভাবে ব্যবহার করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। আর দার্শনিক আবুল হায়াত তো বলেই গেছেন, "জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশিই হয়!"
ভালো লেগেছে । বিশেষ করে এক রাজার কাহিনী, যিনি বিশাল দামে কুকুর কিনে লেজ কেটে ছেড়ে দেন । উদ্দেশ্য পাবলিক এই লেজ কাটার পেছনে মনযোগ দিবে, ব্যস্ত থাকবে আলোচনায়, রাজা এই ফাকে কিছু গোপন অভিলাস পূর্ণ করবে ।
রেটিং: ২.৫/৫ এক-আধ বসায় পড়ার মত বইটা শুরুর দুই অধ্যায়ে নামের সার্থকতা আছে। এতটুকুই। গ্রিক দার্শনিকদের নিয়ে আমার জানাশোনা খুবই কম। হয়তো এজন্য অনেক ব্যাপার উপর থেকে shallow লেগেছে। ৫৮ পাতার বই, সেই অনুযায়ী দামটাও বেশ। সব মিলিয়ে খুব চেয়েও ভালো কিছু বলতে পারলাম না।
🍀 প্রথমবার এনেকডট গল্প পড়ছি। বেশ মজার এবং একই সাথে বিভিন্ন দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত বইটিতে স্থান পেয়েছে প্রাচীন গ্রীক-রোমান দার্শনিক ও সেই সময়ের লোকদের কিছু গল্প।