মলাটবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের প্রেক্ষাপটের বড় বড় গল্প। গল্পগুলো ছুঁয়েছে জিনজিয়াং থেকে দারফুরের রক্তাক্ত প্রান্তরকে। কুদস থেকে ইথিওপিয়া, কানাডা থেকে ইরিত্রিয়ার ব্যথাকে। উঠে এসেছে অনেক অব্যক্ত ইতিহাস।
আলহামদুলিল্লাহ❤️ আমার আফ্রিকা সম্পর্কে একেবারে কম জানা ছিল। ওস্তাদ বরাবরের মতোন তার লেখনী তে আলাদা সংযোজন এনেছেন। যার ফলে নতুন ভাবে জানার আগ্রহ তৈরী হলো আফ্রিকা সম্পর্কে 📌
একজন সচেতন মুসলিম তার নামের মতোন বিশ্ব রাজনীতি নিয়ে সচেতন থাকা কর্তব্য।তাই রাজনৈতিক এই অস্থিরতার সময়ে জানতে হবে সূক্ষ্ম ভাবে। যাতে বোঝা জায় কে উম্মাহর কল্যাণী আর কে শত্রু🙂