শিক্ষা, এম.এ. (ইংরাজি সাহিত্য) কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগ্রামী জীবন। তারই প্রতিফলন দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সমগ্র সৃষ্টিতেও। কৈশোরে সশস্ত্র স্বাধীনতা-সংগ্রামের পথ ধরে যৌবনে গ্রহণ করেন বৈজ্ঞানিক মতাদর্শ। পেশাগত ভাবে গ্রহণ করেন প্রকাশন ব্যবসা। প্রথম সাহিত্য স্বীকৃতি ১৯৬২ সালে, ভয়ঙ্করের জীবন-কথা ভূষিত হয় রাষ্ট্রীয় পুরস্কারে। বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয় ১৯৬৮ সালে। দীনেশচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত হল কিশোর ভারতী। উৎসারিত হল এক জাদুকরী লেখনীর ঝরনা। সাড়া পড়ে যায় পাঠকমহলে। ১৯৮৭ সালে দীনেশচন্দ্র সম্মানিত হলেন বিদ্যাসাগর পুরস্কারে। দীর্ঘজীবনে তিনি পেয়েছেন আরও অনেক পুরস্কার ও সম্মান।
প্রকাশিত গ্রন্থ : দীনেশচন্দ্র রচনাসমগ্র, বিজ্ঞানের দুঃস্বপ্ন, ওদের বাঁচতে দাও, দুরন্ত ঈগল, নীল ঘূর্ণি, কালের জয়ডঙ্কা বাজে, ভাবা সমগ্র ১ ও ২, প্রথম পুরুষ, চিরকালের গল্প, ভয়ঙ্করের জীবন-কথা, মানুষ অমানুষ, ভারত গল্পকথা, ইত্যাদি।