দুর্জয়ের নতুন জীবন শুরু, আর এদিকে সেই ড্রাগলর্ড বিপ্লব হাত মিলিয়েছে গ্যাংলর্ড বান্তং মাজলানের সাথে। পুরো দক্ষিণ এশিয়া নিয়ে শুরু হচ্ছে মাফিয়াদের নতুন প্ল্যান। সব জেনেও চুপচাপ ঘরে বসে নিজের মোবাইল ঘাঁটছে দুর্জয়। তবে কি মাজলান আর বিপ্লবেরই জয় হল?
তো দুর্জয় এখন বিবাহিত। এই পর্বের শুরুতে যেরকমটা ভেবেছিলাম, শেষটা সেরকম হয়নি৷ ধুমধাড়াক্কা দিয়ে আরম্ভ আর সেন্টি (আবেগ) দিয়ে শেষ৷ যদিও মাঝখানের কিছু দৃশ্য দেখে এটা সহজেই অনুমান করতে পারছি যে পরবর্তী সংখ্যা গুলো, আরও মারদাঙ্গা হবে। ভালো লেগেছে।
এই সিরিজটা যারা এখনো পড়ে নাই তাদের বলি, লো রেটিং আর কিছু হাস্যকর রিভিউ দেখে পড়া থেকে বিরত না থাকার অনুরোধ রইলো। হ্যাঁ, গঠনমুলক সমালোচনা হতেই পারে, সেটা আবশ্যক কিন্তু বাংলা কমিকসের জগতে দুর্জয় সিরিজের ব্যতিক্রমধর্মীতাকে এড়িয়ে গিয়ে নয়। 'দুর্জয়' নিয়ে বড় কোন রিভিউ সময় করে লিখার ইচ্ছা রইলো।
As I rated, it was okay :3 দুর্জয়ের বিবাহিত গোলাপী জীবন মোটেও ভাল্লাগতেসে না। আর্টিস্ট তার চেহারাও পালটে দিসেন খানিকটা। দুর্জয়ের স্বাস্থ্য কমসে, মুখ খানিক শুকনা। শুরুর দিকের মেধার ছাপ রাখা চেহারার দুর্জয়কে রাস্তার পোলা মনে হচ্ছে। কাহিনীর মারদাঙ্গা ভাবটা ব্জায় আছে, আগের চেয়ে বেশিই। কিন্তু আঁকা বা রঙের এমন পরিবর্তনে পাঠক হিসেবে বিরুপ হচ্ছি।