এই কবিতাগুলো কবির কাছ থেকে চেয়ে নিতে আমার বেশ কষ্ট করতে হয়েছে। অনলাইনে বন্ধুকে নিয়ে মজা করে লেখা একটি কবিতা লিখে ভাইরাল হওয়ার পর পশ্চিমবঙ্গের এক নারী সমালোচক এর দ্বারা সমালোচিত হওয়ার পর কবিতা কবি ফেসবুকে বা অনলাইনে প্রকাশ করতে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তিনি কোন কবিতা দিবেননা বলে শপথ করে বসেই আছেন! আমিও তো নাছোড়বান্দা। আমার লাগবেই। শেষতক আমিই জয়ী। বলেকয়ে মোট ১৩০ টি ছোট কবিতা কবির কাছ থেকে বের করেছি। সেখান হতে ছোটছোট ১২১ টি বাছাই করে 'বাআক' এর সৌজন্যে ই-বইটি করেছি। কবির নিকট তাঁর সব কবিতাই পছন্দের। সেক্ষেত্রে ১২১ টি নির্বাচন করায় কবির নিকট ক্ষমাপ্রার্থী! বইটি করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে । সে বর্ণনা এখন দেয়ার প্রয়োজন মনে করছিনা। নাম নির্বাচনে কবির সাহায্য নিয়েছি অবশ্য। সবগুলো কবিতাই তাঁর 'ট্রিভিয়াল রিদমড' নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া। সবগুলো কবিতার স্পেশালিটি হচ্ছে, কবিতাগুলো একদমই ছোট ছোট। অল্পকথায় কবি তাঁর ভাবকে প্রকাশ করতে চেয়েছেন এবং আসি বলব সফল ও হয়েছেন। প্রচ্ছদটি আমার নিজের তৈরী। কবিতা সম্বন্ধে কিছু বলার নেই। শুধু বলব, অল্প অল্প লাইনগুলোতে তিনি মহাকাব্য রচনা করেছেন! যেন পাঠকের মন আগে থেকেই তিনি পড়ে রেখেছেন। সজল আহমেদ এর কবিতার তুলনা তিনি নিজেই। পাঠক পড়ুক তারপর তাঁরাই কবিতার আলোচনা-সমালোচনা করুক। এটি 'বাআক' এর প্রথম ইবই। আশাকরি পাঠক প্রিয়তা পাবে। ধন্যবাদ। শতাব্দি সেজুঁতি সম্পাদক, বাআক অনলাইন সাহিত্য ম্যাগাজিন। উত্তরা, ঢাকা বাংলাদেশ। তারিখ- ২৩/০৬/১৮ ইংরেজী