শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।
তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি।
আমি যেই বইটা পড়েছি (স্বনির্বাচিত সেরা বারো) সেটাতে মোট বারোটি ছোটগল্প ছিলো। আমি বরাবরই শীর্ষে্ন্দু সাহেবের লেখার ভক্ত! ওনার ছোটগল্পর কোনো বই এর আগে পড়িনি! একটু দোনোমনা নিয়েই এই বইটা শুরু করেছিলাম,ভেবেছিলাম খুব বেশি ভালো হবেনা বোধহয়! কিন্তু ভুল! ওনার ছোটগল্পও যে এতো সুন্দর হতে পারে তা না পরলে বোঝা যেত না! একেকটা গল্প পড়ছিলাম আর অদ্ভুত বিষন্ন রকমের ভালো লাগা কাজ করছিলো! কি চমৎকার একেকটা গল্পের বিষয়বস্তু! বারোটি গল্পের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে "উকিলের চিঠি"," খবরের কাগজ","পুনশ্চ","ওষুধ","অনুভব","সম্পূর্ণতা","বুড়োটা বিদেয় হলো"!
বিশেষ করে পুনশ্চ,সম্পূর্ণতা,বুড়োটা বিদেয় হলো-এই তিনটে এতো বেশি হৃদয়গ্রাহী! পড়ছিলাম আর আরো বেশি করে শীর্ষেন্দুর লেখার প্রেমে পরে যাচ্ছিলাম! সবাই পড়বেন কিন্তু বইটা!