টুইন স্প্রিংস শহরে খবর ছড়াল, বিপুল পরিমাণে সোনা পাওয়া গেছে সোনালি স্বপ্ন বিভোর হয়ে দলে দলে লোক শহর খালি করে গেল সোনার খোঁজে। শহরে ঢুকল দস্যুদল। ফেঁসে গেল বেনন আর ব্যাগলে ।
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।