ভিয়েতনামের এক হ্রদ । পাহাড় আর জঙ্গলে ঘেরা, স্থানীয় উপজাতি অধ্যুষিত । তাদের আরাধ্য এক দানবীয় কচ্ছপ । জার্মানির কুখ্যাত 'ডাকাউ ক্যাম্প' । এক সময় হিটলারের বন্দি শিবির । অথবা 'হিউম্যান জ্যু' । মানুষের চিড়িয়াখানা । অথবা সেই ভয়ঙ্কর জলদস্যু, যাদের হাতে এখন অত্যাধুনিক কারবাইন । পাঁচটি বিচিত্র পটভূমিতে পাঁচটি শিহরণ জাগানো উপন্যাস এক মলাটে ।
পূজাবার্ষিকীতে প্রকাশের সময় বা আলাদা বইয়ের আকারে এই লেখাগুলোর প্রতিটিই আমি আগে পড়েছিলাম। তবু, সমগ্র আকারে প্রকাশিত হওয়ার পর সেগুলো আরেকবার পড়লাম। এই বইয়ে হেরম্যান-সুদীপ্ত সিরিজের দুটি উপন্যাস রয়েছে~ ১. কূর্মদেবতার কামড় ২. মালয় বনের আতঙ্ক সত্যি বলতে কি, হেরম্যান-সুদীপ্ত'র ক্রিপ্টোজুলজিক্যাল অ্যাডভেঞ্চারের সিরিজে এই দুটি কাহিনিকে দুর্বলতম বললে অত্যুক্তি হবে না। তবু, অজানা দেশের পটভূমিতে লেখা এই দুই আখ্যান থেকে জানা যায় অনেক কিছু, শেখা যায় তার অন্তত কিয়দংশ। ফলে লেখাগুলো কিশোর পাঠকদের ভালো লাগাই স্বাভাবিক। এরপর এসেছে জুয়ান-দীপাঞ্জন সিরিজের দুটি উপন্যাস~ ৩. ডাকাউ ক্যাম্পের বন্দি ৪. ঈগলের পালকে রক্তের দাগ এই সিরিজ রহস্য ও রোমাঞ্চের মাধ্যমে মানবেতিহাসের কিছু অন্ধকার অধ্যায়ের ব্যাপারে আমাদের সচেতন ও জাগরিত করতে চায়। আলোচ্য বইয়ের দুটি উপন্যাসই সেই কাজটি সুন্দরভাবে করেছে। তবে এই বইয়ের সেরা লেখা হল একটি স্ট্যান্ড-অ্যালোন অ্যাডভেঞ্চার— কালোটিয়ার দ্বীপে। বইয়ের শেষে ওটি পড়লে সর্বার্থে মধুরেণ সমাপয়েৎ হয়। সুযোগ পেলে বইটি অবশ্যই পড়ুন। ভালো লাগবে।