আলোচ্য বইটিতে লেখক ৭১২ খ্রীঃ থেকে ১৯৪৭ খ্রীঃ সাল পর্যন্ত বিস্তৃত ভারতবর্ষে ইসলামের প্রভাব ও ইতিহাসকে সংক্ষিপ্ততম আলোচনায় লিপিবদ্ধ করেছেন। বইটিতে তথ্যসম্বলিত প্রতিটি পৃষ্ঠার পরিশেষে লেখক জুড়ে দিয়েছেন সেইসব তথ্যেসমূহের গ্রন্থসূত্র (বা রেফারেন্স) যাতে করে তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে যেন কোন সংশয়ের অবকাশ না থাকে এবং ইতিহাস-অনুরাগী পাঠকেরা যেন খুব সহজেই গ্রন্থসূত্র ধরে সেইসব বইসমূহের সন্ধান পেতে পারে।
এছাড়াও রাজনৈতিক স্বার্থে ভারতবর্ষে বিগত কয়েক দশক ধরে যে বাস্তবতা বর্জিত অলীক সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রচিত হয়ে আসছিল, সে বিষয়ে লেখক সবিস্তারে উল্লেখ করেছেন। শুধু ২০০ বছরের ইংরেজ শাসনই নয়, বরং বৃটিশ শাসনের পাশাপাশি বহিরাগত আফগান, তুর্কী ও আরবদের মুসলিম শাসনও যে ঔপনিবেশিক শাসক ও পরাধীনতার ইতিহাস - আলোচ্য বইটি তে লেখক এটিকেই মূল বিষয় হিসেবে প্রতিপাদ্য করে তুলেছেন।