'মুমিনের জীবনযাপন পদ্ধতি' একটি অতি মূল্যবান নির্ভরযোগ্য কিতাব। এতে রয়েছে একজন মুমিনব্যক্তির প্রত্যূষে শয্যাত্যাগ করা থেকে শুরু করে রাতে শয্যাগ্রহণের সময় পর্যন্ত ছোট বড় সব করণীয় তথা শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপনের সঠিক নিয়ম-কানূনের বিস্তারিত বিবরণ। হযরত মাওলানা আশরাফ আলী থানবীর (রাহঃ) বিশিষ্ট খলীফা আরেফ বিল্লাহ ডাঃ আবদুল হাই (রাহঃ) এর তত্ত্বাবধানে তাঁর একজন বিশেষ স্নেহভাজন ডাঃ মাহমূদ কিতাবখানা সংকলন করেছেন। এই কিতাবের প্রতিটি বিষয়ই নির্ভরযোগ্য কিতাবাদি থেকে সংগৃহীত। কিতাবটি বাংলা ভাষাভাষী মুমিন নর-নারীর জীবনযাপন ক্ষেত্রে বিশেষ উপকারী হবে বলে আমাদের ধারণা।
দোয়া করি আল্লাহপাক লেখকের যাবতীয় শ্রম-সাধনা কবুল করুন এবং এই কিতাবের পথনির্দেশ অনুযায়ী ছহী-শুদ্ধভাবে সকলকে জীবনযাপন করার তওফীক দান করুন। বলা নিষ্প্রয়োজন যে, একমাত্র এভাবেই আমরা প্রকৃত সফল জীবনের সন্ধান লাভ করতে সমর্থ হব।
মুহিউদ্দীন খান অনুবাদক মদীনা ভবন, বাংলাবাজার, ঢাকা।
অসাধারণ বই৷ মোটিভেশনাল ক্যাটাগরি তো বটেই আত্মোন্নয়ন জনরার বই হিসেবেও বইটা আরামসে চলে। প্রতিটা মুসলিমের এই বইটা পাঠ করা আমি বাধ্যতামূলক বলে মনে করি, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত। বইটা পুরো ইসলামি বিধি-বিধানের একটা সার নির্জাস বা সারমর্ম।
কলেবর খুব বড় না কিন্তু কী বাদ পরেছে আলোচনায় সেটাও খুঁজে পাওয়া মুশকিল। প্র্যাক্টিক্যাল জীবনের এক গাইড বুক বলা চলে এই বইকে৷ জন্ম-মৃত্যু, ব্যবসা থেকে চাকরি, মুসলিম জীবনের প্রতিটি অবস্থানের ব্যাখ্যাই অল্প কথায় পাওয়া যাবে এ বইতে।