কখনো সামাজিকতার দোহাই দিয়ে কখনো বা বিভিন্ন শর্ত আরোপ করে বিয়েকে যেমন কঠিন করা হচ্ছে তেমনি বর্তমানে বিয়ের মাধ্যমে একজন সুষ্ঠ জীবনসঙ্গী নয় যেনো লোক দেখানো একটা সামাজিক রীতিই পালিত হচ্ছে। এদিকে লক্ষ্যণীয়, যিনি বিয়ে করছেন তিনিও জানেন না বিয়ের গুরুত্ব কি কিংবা কিভাবে বায়োডাটা লিখতে হয় বা পাত্র/পাত্রীর সাক্ষাৎকার নিতে হয়। অতএব, এই দিক থেকে “বিয়েঃ আবেগ ও বাস্তবতা” একটি বাস্তবিক সমাধান দিচ্ছে। পরিশেষে, বইটি শুধু অবিবাহিত বা বিয়ে পূর্ববর্তী বিষয়বস্তু নিয়ে আলোচনা করে নি বরং আশা করা যায় বিবাহিত ব্যক্তিরাও এই বইটি পড়ে উপকৃত হবেন।