জগুমামার ৯টি রহস্য অ্যাডভেঞ্চারে ঠাসা জগুমামা রহস্য সমগ্র চতুর্থ খণ্ড। পাঁচ উপন্যাস ও চার গল্প। প্রায় প্রতিটায় যথারীতি বিজ্ঞানের মিশেল, কয়েকটায় ইতিহাসের সৌরভ। রক্তরহস্য, দ্বীপের নাম কালাডেরা, জব চার্নকের চাবুক, আড়ালে যারা থাকে, রাইকুর বিষ, জীবন্ত মাটি, বিনামেঘে বজ্রাঘাত, মাটিতে মৃত্যু, ইনভেস্টিগেট, জগুমামা, ভাগ্নে টুকলু আর অনন্ত সরখেলের সঙ্গতে এই কাহিনিগুলো ছড়িয়ে আছে হায়দ্রাবাদ, আন্দামান, ইংল্যান্ড-এর মফস্সল শিয়ারব্রুক, বাণিজ্যনগরী মুম্বাই, কানপুর বা রাজস্থান, দিঘা ও প্রত্যন্ত গ্রামে।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার