কল্পবিজ্ঞানের নামে ফ্যান্টাসি, এবং তার সঙ্গে রহস্য ও রোমাঞ্চ মিশিয়ে গল্প বলার পাল্প ঘরানাটিকে বাংলায় বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিলেন সত্যজিৎ রায়, তাঁর শঙ্কুকাহিনির মাধ্যমে। সেই ধরনের লেখা পরবর্তী বেশ কয়েক দশক ধরে পরিবেশন করেন স্বপন বন্দ্যোপাধ্যায় মূলত 'কিশোর ভারতী' এবং মাঝেসাঝে 'ফ্যান্টাসটিক' পত্রিকায়। তেমনই একঝাঁক গল্প, যাদের প্রতিটিরই কেন্দ্রে আছেন বিজ্ঞানী স্যার সত্যপ্রকাশ, ক্যাবলা সহচর হিসেবে আছেন গল্পের কথক, এবং ওঁচা কমিক রিলিফ হিসেবে আছেন বগলাচরণ বাখণ্ডী, এই বইয়ে সংকলিত হয়েছে। গল্পগুলো হল:- ১. ভ্যাম্পায়ার আইল্যান্ড ২. চলমান মৃত্যুফাঁদ ৩. দানব পাহাড়ের হাতছানি ৪. স্যার সত্যপ্রকাশের সত্যদর্শন ৫. স্যার সত্যপ্রকাশ ও সমুদ্র রহস্য ৬. টুপি ৭. আয়না ৮. স্যার সত্যপ্রকাশ ও মহাকাশ বোম্বেটে ৯. স্যার সত্যপ্রকাশ ও বাদুড় মানুষের হানা ১০. ভাসমান উপত্যকার রহস্য ১১. তুষার মানবের দেশে
২০০/- টাকার বিনিময়ে এতগুলো গল্প পড়তে পাবেন, এটা আনন্দসংবাদ। কিন্তু গল্পগুলোয় সত্যিকারের বিজ্ঞানভাবনা, তথ্য, এমনকি বাস্তবের ছিটেফোঁটা খুঁজতে গেলেও পাবেন একরাশ হতাশা। এগুলো মোটামুটি সুলিখিত গাঁজাখুরি গল্প হিসেবেই উপভোগ্য। এখনকার ছোটোরা এই জিনিস পড়বে না। নস্ট্যালজিয়ার টানে কাতর হলে আপনি অবশ্য পড়তে পারেন, তবে তারপর গালাগাল দিয়েন না।