এইবার পুজোর কেনাকাটা করতে যখন বাতিঘরে গেলাম ভাবলাম সুধীর চক্রবর্তীর একটা বই কিনব৷ কারণ তাঁর গভীর নির্জন পথে আমার অসম্ভব ভালো লেগেছিল। সমস্যা হচ্ছে, বাতিঘরে গেলে আমার মাথার ঠিক থাকে না৷ কী নিব আর কী নিব না এই নিয়ে নিজের সাথে লড়াই করতে করতে অর্ধেক কথা মাথা থেকেই বের হয়ে যায়৷ তাই এই বইটা পিডিএফেই পড়লাম৷
একটা উপন্যাস বা গল্পের আসলে কয়েক ধরনের পাঠ হয়৷ একটা অজানা জনপদ সম্পর্কে কোন উপন্যাস পড়লে যে অনুভূতি হয়, জনপদটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকলে পাঠটা আরেকটু গভীর হয়।
এই বইটিতে লেখক আরণ্যক, কবি, অলীক মানুষসহ বিখ্যাত কিছু গল্পের লোকায়ত পাঠ কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছেন।
যেসব বই আগে পড়া ছিল, সেগুলোকে যেন নতুন দৃষ্টিতে দেখলাম। আর যেসব গল্প বা উপন্যাস এখনো পড়া হয়নি, ভবিষ্যতে পড়ার সময় তার লোকায়ত দিকে একটা আলাদা চোখ থাকবে আমার এখন থেকে।
পড়ার গভীরতা এতে আরেকটু বাড়বে বলেই বিশ্বাস আমার। সুধীর চক্রবর্তী এবারেও হতাশ করলেন না, বরং তাঁর আরো লেখা পড়ার ক্ষিদেটাই জাগিয়ে তুললেন।