দ্য অ্যাডমিরাল' ষোড়শ শতকের এক তুর্কি অ্যাডমিরালের (নৌসেনাপতি সাইয়িদি আলি রইস) চিত্তাকর্ষক ভ্রমণকাহিনি। পর্তুগিজ জলদস্যুদের তাড়া করতে গিয়ে কীভাবে তিনি আরব সাগরের বুকে হারিয়ে যান, আবার ভারত মহাসাগরে ঝড়ের কবলে পড়ে মৃত্যুমুখে পতিত হন, কীভাবে সামুদ্রিক ঘুর্ণি ট্রায়াঙ্গলে গিয়ে আছড়ে পড়েন… এসব টান টান উত্তেজনার কাহিনি দিয়েই শুরু হয়েছে এ দিগ্বীজয়ী ভ্রমণবৃত্তান্ত। সে সময় দিল্লির সম্রাট ছিলেন হুমায়ুন। হুমায়ুনের মেহমান হিসেবে দিল্লি রাজপ্রাসাদে ছিলেন দীর্ঘদিন। অকস্মাৎ সম্রাট হুমায়ুন দুর্ঘটনায় মারা গেলে তিনি ফেঁসে যান। কোনোমতে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যান আফগানিস্তান, সেখান থেকে বোখারা-সমরকন্দ, খাওয়ারেজম, মধ্যএশিয়া, ইরান, বাগদাদ হয়ে আবার তুর্কি…।
সাইয়িদি আলি রইস ছিলেন উসমান খেলাফত কালে নৌবাহিনীর একজন অ্যাডমিরাল।১৫৫২ সালে পর্তুগিজদের দমন করতে সুলতান সুলেমান তাকে ভারত মহাসাগরে প্রেরণ করেন।ধর্মপ্রাণ ও প্রচন্ড দেশপ্রেমিক এই সেনাপতির ভারত মহাসাগরে আসা,পথিমধ্যে নানা ঘটনা দুর্ঘটনায় পতিত হওয়া এবং ১৫৫৬ সালে কনস্টান্টিনোপল ফেরত যাওয়ার ভ্রমণকাহিনী এই বই।আমাদের ভারতবর্ষেও আগমন ঘটেছিল সাইয়িদি আলি রইস এর।
বই : মিরআতুল মামালিক : দ্য অ্যাডমিরাল লেখক : সাইয়িদি আলি রইস অনুবাদ : Salahuddin Jahangir প্রকাশনী : নবপ্রকাশ বিষয় : ইসলামী সাহিত্য রেটিং : ৮/১০
ষোড়শ শতকের তুর্কি অ্যাডমিরাল সাইয়িদি আলি রইস এর চিত্তাকর্ষক ভ্রমণকাহিনি “দ্য অ্যাডমিরাল” আমার পড়া সাম্প্রতিক সময়ের অন্যতম রোমাঞ্চকর বই।
পর্তুগিজ জলদস্যুদের তাড়া করতে গিয়ে আরব সাগরে হারিয়ে যাওয়া, ভারত মহাসাগরের ঝড়, সামুদ্রিক ঘূর্ণি আর মৃত্যু-সন্নিকটে পৌঁছে আবার ফিরে আসা সব মিলিয়ে যেন এক বাস্তব যুদ্ধের সিনেমা!
দিল্লির সম্রাট হুমায়ুনের আতিথ্য, হঠাৎ তাঁর মৃত্যু, তারপর আফগানিস্তান, মধ্য এশিয়া, ইরান, বাগদাদ হয়ে অবশেষে তুর্কিতে ফিরে যাওয়া একটি জীবন, একটি যাত্রা, একটি ইতিহাস।
অনুবাদক সালাউদ্দিন জাহাঙ্গীরকে কৃতজ্ঞতা জানাই, যিনি এই অসাধারণ কাজটি বাংলা ভাষায় রূপান্তর করেছেন। অনুবাদ ছিল সাবলীল, শক্তিশালী, এবং মূল লেখার আবহকে ধারণ করে।
যারা ইতিহাস, ভ্রমণকাহিনি ও প্রাচীন জাহাজযুদ্ধের নাটকীয়তায় আগ্রহী তাদের এই বইটি পড়া উচিৎ৷
- Free Review - Muhammad Abir Hossain - Finished reading on 2022
ভারত মহাসাগরে ক্রমেই বেড়ে চলা পর্তুগীজ প্রভাবে বাধ দিতে ১৫৩০ ও ১৫৫০ এর দিকে দুবার বেশ বড়সড় অভিজানে বেরিয়ে ছিল ওসমানীরা, সেই অভিজান গুলো সফল হলে হয়ত ভারতের ইতিহাস পাল্টে যেত। এই বইতে তার নিজের কাহিনী বর্ননা করেছেন রেইস সাইদি আলি, নিজের জাহাজ হারিয়ে ভারতের মাটিতে আশ্রয় নেন, আর দীর্ঘ স্থলপথে ঘুরে ইস্তাম্বুল ফেরার পথে দেখা হয় অনেকের সাথে। আবার মুখোমুখি হন বিভিন্ন পরিবর্তনের সাথে। ছোট বই, সেসময়ের ঘটনাবলী জানা থাকলে কালের যোগসূত্র সহজে চোখে পড়বে।