‘সাধু’ দেখতে আসলে হিমালয় যাওয়া লাগে না। আমাদের চারপাশেই খুব সাধারণ মানুষের মাঝেই লুকিয়ে আছেন এরকম অনেক সাধু। আমরা তাঁদের দেখি, কিন্তু খেয়াল করি না। যদি করতাম তাহলে হয়তো অনেকক্ষেত্রেই আমাদের জীবন বোধ বদলে যেত। এরকম একদম সাধারণ কিন্তু আসলে ‘অসাধারণ’ সাধুদের সত্য গল্প বলা হয়েছে এ বইতে।
‘সাধুসঙ্গ’ মানুষের মহত্বের গল্প, যা কাঁদায় এবং ভাবায়।
লেখকের জীবন থেকে নেয়া কিছু ভালো মানুষের নিঃস্বার্থ কাজ / অবদানের গল্প। বইটি অপেক্ষা লেখকের উদ্দেশ্য আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ছোট বই এক বসায় পড়ে ফেলা যায়।
বই এর দ্বিতীয় খণ্ডও রয়েছে। তবে তা খুজে নিয়ে পড়বো বলে মনে হচ্ছে না।
বাদল সৈয়দের লেখা ঝরঝরে এবং পরিস্কার। লেখকের দেখা কিছু অসাধারণ মানুষের গল্প রয়েছে এই বইয়ে৷ প্রতিটি লেখা পড়ে একটু থমকে যেতে হয়, এবং ভাবতে বসতে হয় নিজের জীবনে দেখা সাধুদের নিয়ে। আগে কখনো সেইসব সাধুদের কথা ভাবা হয়নি। লেখক নতুন দৃষ্টিতে দেখা শেখালেন।
"মক্কার মানুষ হজ্ব পায়না" এই অতি প্রচলিত কথার মর্মার্থ এই বইতে খুঁজে পাওয়া যায়। আমাদের চারপাশে ,আনাচে কানাচে,অনেক সাধু বাস করে , কিন্তূ আমরা আসলেই তাদের সঙ্গ খুঁজে পাইনা।এর কারণ হচ্ছে আমাদের অন্তর আত্তা কলুষিত।এই বার বইটির প্রসঙ্গে আসি ,স্বল্প পরিসরে ছোট একটা বই, লেখার ধরন স্মৃতিচারণ মূলক ,এক বসাতেই পড়ে ফেলা যায়।এক কথায় আমার ভালো লেগেছে ,লেখক কে ধন্যবাদ আমাদের এই বইটি উপহার দেওয়ার জন্য।