এই ছোট বইটাতে মোট আটটি ছোটগল্প রয়েছে। গল্পগুলো সুন্দর। পড়তে ভালো লেগেছে৷ লেখক বাদল সৈয়দের লেখা এর আগেও পড়া হয়েছে। আগের বইটা পড়ে আমার যেটা ধারণা হয়েছিলো, লেখকের লেখার ধরণ কিছুটা ইমোশনাল ধাঁচের। এবার সেই ধারণা আরও পোক্ত হলো। গল্পগুলোর লেখনী বেশ সহজ সাবলীল, সুখপাঠ্য এতে কোনো সন্দেহ নেই। কয়েকটি গল্প শিহরণ জাগিয়ে দিয়েছে। হাছন রাজাকে নিয়ে লেখাটি বেশ ভালো লেগেছে। তবে একটা অভিযোগ আছে আমার। যেই ধরণের অভিযোগ আমি সাধারণত সরাসরি করিনা। সেটা হল, লেখকের লেখায় হুমায়ুন আহমেদ এর প্রভাব পেয়েছি প্রচুর।
হুমায়ুন আহমেদের লেখার মতো এখানেও প্রায় সবাই অপরূপ রূপবতী কন্যা, এবং এখনেও প্রায় সবাই অতীব মায়ার অধিকারিণী। প্রায় প্রতিটি কথায় মূল চরিত্রের চোখ দিয়ে বৃষ্টির মত কান্না নেমে আসে। বিশেষ রাতে জোৎস্না ফেটে পড়ে আশেপাশে। জোছনা রাতে সবাই গেছে বনে গাওয়া হয়। রবি ঠাকুরের গান নিয়ে ফাসিনেশন চলে। এরকম আরও অনেক উদাহরণ দেয়া যায়। আমি বলছিনা এটা খারাপ, তবে এতো পরিচিত লেখার ধরণ একজন দারুণ সুলেখক লিখলে কিছুটা আশাহত হতে হয়। পড়ে দেখতে পারেন বইটি।