কৃষ্ণবিবর এক কৌতুহলোদ্দীপক ভৌত প্রপঞ্চ। কীভাবে তার উৎপত্তি হয়, তার ভৌত বৈশিষ্ট্যগুলো কী, কীভাবে তার দর্শন পাওয়া যায় এসব নিয়েই এই গ্রন্থ। কৃষ্ণবিবরের অভ্যন্তরে তথ্য বিভ্রাট কিংবা হকিং বিকিরণ অথবা পর্যবেক্ষণমূলক গবেষণার দিগ্দিগন্ত নিয়ে এখানে থাকছে প্রাঞ্জল আলোচনা।
আপনি যদি মনে করেন এই বইটি আপনাকে কৃষ্ণবিবরের নাড়ীনক্ষত্র সব জানিয়ে দেবে, সেটি ভুল ধারণা। আপনি যদি বিশুদ্ধ বৈজ্ঞানিক হয়ে থাকেন, আপনার কাছে বইটি বাচ্চাদের মনে হবে। কিন্তু যারা এখনো পড়াশোনা করছে, কৃষ্ণবিবর যাদের কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনীতেই পরিচিত, অথচ তারা জানতে আগ্রহী তাদের জন্য বইটি অসাধারণ হয়েছে। এই বইটি লেখার সময়ে লেখক খেয়াল রেখেছেন একেবারেই যেন দুর্বোধ্য না হয়। আবার এটাও লক্ষ্য করেছেন সহজ করতে গিয়ে কোন তথ্য বাদ যেন না পড়ে। আশা করি পদার্থবিজ্ঞানের অন্যান্য বিষয় নিয়েও লেখকের এমন বই পাবো।