“গল্পকারের কী কোনো দায়িত্ব থাকে? কোনো এজেন্ডা? গোপন ইচ্ছে? আদর্শ? হয়তো থাকে। কিন্তু সেসব লেখায় তুলে দেয়া কী উচিত? না অনুচিত?- এসব নিয়ে নানা তর্ক হতে পারে। এসব তর্ক পেছনে রেখে গল্পে আমার পছন্দ মানুষের মনস্তত্ত্ব এবং বিচিত্র জটিল মনস্তত্ত্ব মানুষকে যে পথে টেনে নেয় সে পথের বা প্রক্রিয়ার পর্যবেক্ষণ। মানুষের মনকে নাঙ্গা করে দিলে কী উঠে আসে সেটা আবিষ্কারেই আমার আগ্রহ। এ গ্রন্থের প্রায় সব গল্পই মানব-মনের অন্ধকার দিক তুলে ধরে। মানুষকে মহৎ প্রমাণ করে না। কেননা মানুষ ততক্ষণ পর্যন্ত মহত্ত্বে পৌঁছাতে পারে না যতক্ষণ না জৈবিক-ব্যক্তিগত স্বার্থ-আদর্শের গন্ডি পেরুতে পারে। জৈবিক তাড়না, ব্যক্তিস্বার্থ-আদর্শ মানুষের চারপাশে সীমারেখা টেনে দেয়। এই সীমারেখা আমরা প্রায়শই মুছে ফেলতে নারাজ। আমরা কেউ কেউ এইসব সীমারেখা বরং তীব্র করি এবং একটা বৃত্তের ভেতরে বাস করি স্বস্তিতে; এটা ভুলে যে, এই বেঁচে থাকা আমাদের কেবল প্রাণী করে তোলে, বিচ্ছিন্ন করে; মহৎ করে না।”- লেখক
Place of Birth: Kawkhali, Rangamati, Bangladesh. Born on December 26, 1985. Studied and grew up in Chittagong City, Bangladesh. Completed graduation and post-graduation in English literature at Chittagong Government City College, Bangladesh. Currently a postgraduate student of media communication and journalism at Stamford University Bangladesh. Works as a Public Relations Officer for a state-owned company. Preferred subjects in writing: psychology, satire, history, fantasy, and philosophy. Published books: Father of the West (a historical thriller), Secular Psychology (prose), etc.