পরিবর্তনশীল সংগীতের ধারার কালের সাক্ষী হিসেবে মিলন এবার পাড়ি দেয় এক যুগ থেকে অন্য যুগে। আবার কখনো সুরের শিকড়ের খোঁজে শত বছর আগে। গানপাগল এই কিশোর নিজেই যেন গড়ে নিয়েছে এক নতুন ভুবন,অন্য এক জগত। সুরের এই যাত্রায়, মিলন গানের জগতের বিশেষ কিছু সময়,ঘটনা আশ্চর্য উপায়ে উপলব্ধি করে। গানের মিলনের এক আশ্চর্য সুরেলা গল্প।
বিভিন্ন ঘরানার সংগীত এবং গায়ক আর বাদকদের উত্থান নিয়ে লেখা ছোটখাট একটা বই। একবসায় পড়ে ফেলার মত। বেশ ভাল লেগেছে মিলন নামের কিশোরের সাথে এসব জানতে। চার তারাই দিতাম। কিন্তু মিলন চরিত্রটা কখনও ফার্স্ট পার্সনে, কখনও থার্ড পার্সনে বর্ণনা করেছে সব কিছু। তাই এক তারা কেটে নিলাম। লেখকের এই দিকটা খেয়াল করা উচিত ছিল।
রক যাত্রা যারা পড়েছিলেন তাদের জন্য এই বই। মিলনের সাথে আমাদের পরিচয় রক যাত্রা তেই। সেখানে দেখা যায় গান পাগল এক ছেলেকে। রক যাত্রায় উঠে এসেছিল সেই সময়ের গল্প যখন বাংলাদেশে রক মিউজিক এর ক্রেজ আকাশ ছোঁয়া। সেই রেইনবো গলি। ক্যাসেট সংগ্রহ করে গান শোনা। রক যাত্রায় উপন্যাসের আদলে উঠে এসেছিল সে সময়ের বেশ কিছু তথ্য। যা বইটাকে উপন্যাস থেকে স্মৃতিচারণ মূলক লেখায় প্রতিফলিত করে ফেলেছিল। এবারের গল্প তার পরের থেকে। এখন মিলন মোটামুটি ভালোই গিটার বাজাতে পারে। স্টেডিয়াম থেকে একটা পুরানো রেকর্ডার সংগ্রহ করে সে। তারপরেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা, রেকর্ডার অন করলেই সে চলে যায় কল্পনায় এবং সাক্ষী হতে থাকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার। চলে যায় মোৎসার্ট ,বিথোভেন, চাক বেরি,জ্যাঙ্গো ও কনসার্ট ফর বাংলাদেশ এর সময়কার হ্যারিসন ও রবিশংকর এর কাছে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা স্বচক্ষে দেখতে থাকে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা।
পাঠ পতিক্রিয়া- রক যাত্রা পড়ে বেশ লেগেছিল। তখন ভেবেছিলাম এবার বুঝি আরো বড় পরিসর নিয়ে লেখক হাজির হবে। কিন্তু এখানে আমি আশাহত। মাত্র ৭২ পৃষ্ঠায় সব শেষ। পড়ার পর মনে হচ্ছে আধপেটা খেয়ে আছি। কনসেপ্ট দুর্দান্ত। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আরও ডিটেইল করা যেত বইটাকে। বিশেষ করে মোৎসার্ট ,বিথোভেন, চাক বেরি,জ্যাঙ্গো, রবিশংকর, হ্যারিসন দের আরও অনেক কিছু অনেক তথ্য দিতে পারতেন লেখক। প্রতিটা ক্যারেক্টারকে মাত্র ৫-৬ পেজ করে উপস্থিতি দেয়া হয়েছে। তাই আমার তৃপ্তি হয়নি। লেখকের কাছে তাই আবদার হিসেবেই বলছি পরের পার্টটা যেন কমপক্ষে ১৫০+ পেজ হয়। লেখকের জন্য শুভকামনা। সংক্ষিপ্ত হলেও বইটি বেশ উপভোগ্য।
রক যাত্রা'র ঠিক সিকুয়্যাল না। কিন্তু সেখান থেকে কিছু কিছু রেফারেন্স উঠে এসেছে বারবার। বেশ সাবলীল ভাষায় এবং রিসার্চ করে লেখা। যেই গানগুলার রেফারেন্স দেয়া হয়েছে সেগুলো ইউটিউবে ছেড়ে দিয়ে পড়তে খুব-ই ভাল লাগে। কিন্ত সমস্যা একটাই, বইটা খুব তাড়াতাড়ি বইটা শেষ হয়ে যায়। বইটার ব্যাপারে একটাই শুধু কমপ্লেইন, সেটা হচ্ছে তৃতীয় পুরুষ আর প্রথম পুরুষের একটা গুবলেট হয়ে গেছে। অর্থাৎ লেখক এক-ই পেইজে কখনো মিলনের দৃষ্টিভঙ্গি বর্ণনা করছিলেন আবার কখনো উনি নিজেই নিজের কথা বলছিলেন। এই একটা দিক ছাড়া বইটার বাচনভঙ্গি বেশ সুন্দর। লেখকের কাছে অনুরোধ থাকলো যেন পরবর্তী বইটা আরেকটু বড় করে লেখা হয়।
Milu Aman's "Ganer Milon" tells the story of Milon, a youth living in the cassette era of Bangladeshi music scene. But his journeys transcend those of the borders of his country, along with those of time. The story features an interesting narration device, in which it tells the story from both the perspective of the protagonist, and that of the author. This little feature, although complementing the overall multi-layered story at multiple points, feels to distract from the main narrative: that of Milon. But the story does well to centre itself around a McGuffin, the mysterious blues cassette tape he had obtained, which goads the reader to continue. An informative read, and certainly recommended for lovers of all things music