অ্যাস্টেরিক্স বা অ্যাস্টেরিক্সের অভিযান (ফরাসি: Astérix or Astérix le Gaulois, IPA: asteʁikslə ɡolwa) রনে গোসিনি লিখিত এবং আলবেয়ার ইউদেরজো কর্তৃক চিত্রিত (১৯৭৭ সালে গোসিনির মৃত্যুর পর ইউদেরজো লেখার দায়িত্বও গ্রহণ করেন), ফরাসি ভাষায় লিখিত কমিক বই। পিলট নামে এক ফরাসি পত্রিকায় ২৯শে অক্টোবর, ১৯৫৯ সালে এটি প্রথম প্রকাশিত হয়। ২০০৯ সালের শেষাবধি পর্যন্ত এর মোট ৩৪ টি কার্টুন বই বের হয়েছে।
গল্পগুলো রোমান সাম্রাজ্যের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে লিপ্ত প্রাচীন এক গল গ্রামকে ঘিরে সম্পাদিত হয়েছে। তারা তাদের ড্রুড বা পুরোহিতের বানানো এক ধরনের জাদুর শরবত পান করে প্রচন্ড শক্তিশালী হয়ে এ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করতো। গল্পের নায়ক বা প্রধান চরিত্র ‘অ্যাস্টেরিক্স’ ও তার বন্ধু ওবেলিক্স দু’জনে মিলে অ
গথরা অপহরণ করে এটাসেটামিক্সকে, আর তাকে উদ্ধার করতে যায় অ্যাসটেরিক্স ও ওবেলিক্স - এই নিয়েই কাহিনী। গোঠদের তুলোধোনা - সাথে গুটিকয়েক রোমানদেরও (যেটা হয়েই থাকে)।