The revolution in Soviet Russia enlightened and united the illiterate people of Pamir like iron bring tempered to steel.This classic novel centers around a brave hunter Zura ,belonging to an unknown lonely village ,Minarkhar of Pamir Valley. Duranta Eagle is a precious possession of Bengali literature and has achieved the Vidyasagar Award in 1987.
শিক্ষা, এম.এ. (ইংরাজি সাহিত্য) কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগ্রামী জীবন। তারই প্রতিফলন দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সমগ্র সৃষ্টিতেও। কৈশোরে সশস্ত্র স্বাধীনতা-সংগ্রামের পথ ধরে যৌবনে গ্রহণ করেন বৈজ্ঞানিক মতাদর্শ। পেশাগত ভাবে গ্রহণ করেন প্রকাশন ব্যবসা। প্রথম সাহিত্য স্বীকৃতি ১৯৬২ সালে, ভয়ঙ্করের জীবন-কথা ভূষিত হয় রাষ্ট্রীয় পুরস্কারে। বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয় ১৯৬৮ সালে। দীনেশচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত হল কিশোর ভারতী। উৎসারিত হল এক জাদুকরী লেখনীর ঝরনা। সাড়া পড়ে যায় পাঠকমহলে। ১৯৮৭ সালে দীনেশচন্দ্র সম্মানিত হলেন বিদ্যাসাগর পুরস্কারে। দীর্ঘজীবনে তিনি পেয়েছেন আরও অনেক পুরস্কার ও সম্মান।
প্রকাশিত গ্রন্থ : দীনেশচন্দ্র রচনাসমগ্র, বিজ্ঞানের দুঃস্বপ্ন, ওদের বাঁচতে দাও, দুরন্ত ঈগল, নীল ঘূর্ণি, কালের জয়ডঙ্কা বাজে, ভাবা সমগ্র ১ ও ২, প্রথম পুরুষ, চিরকালের গল্প, ভয়ঙ্করের জীবন-কথা, মানুষ অমানুষ, ভারত গল্পকথা, ইত্যাদি।
বাংলা ভাষায় সোভিয়েত উপন্যাস বলতে মাথায় আসে রাদুগা, প্রগতি প্রকাশনীর থরে থরে সাজানো বই, বহু ক্ষেত্রেই সোভিয়েত লেখকদের লেখা, বাংলায় অনূদিত। দীনেশচন্দ্র কোনো সোভিয়েত ঔপন্যাসিক নন। তবুও তাঁর লেখা কিশোর উপন্যাস 'দুরন্ত ঈগল' হয়ে ওঠে একটি সার্থক সোভিয়েত উপন্যাস, উপকথার নায়কের জায়গা নেয় মধ্য এশিয়ার পার্টিজানেরা - বাসমাচি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের লড়াই হয়ে ওঠে আধুনিক রূপকথা।
আগের বার বইটা যখন পড়েছিলাম ক্লাস সেভেনে, তখন জুরা বা জয়নাবের চরিত্রগুলি মনে যতটা দাগ কেটেছিল সেটা এবার অত হয়নি, বরং উদ্বুদ্ধ করেছে কীভাবে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ একসময় সোভিয়েতের জন্য প্রাণপাত করে সাম্যবাদী সমাজতান্ত্রিক আদর্শকে বাঁচিয়ে রেখেছিল।
বিশেষভাবে প্রশংসার দাবি রাখে লেখকের বাংলা ভাষা, যেখানে তৎসম ও তদ্ভবের মত ফার্সি শব্দেরও বাহুল্য রয়েছে। আজাদি, ইনকিলাবের মত শব্দ বারবার ঘুরেফিরে এসেছে।
বলশেভিক বিপ্লবের সময়কার সোভিয়েত রাশিয়ার ছোট এক গ্রামের শিকারী তরুণ জুরাকে নিয়ে এই গল্প। তলস্তয়ের কশাক, গোগোলের তারাস বুলবার প্রভাব আছে। কিন্তু গোগোল বা তলস্তয় যেভাবে ওই ট্রাইবগুলার কথা বলতে পারছে এই বইয়ে সেটা নাই, থাকার কথাও না। এটু অ্যাডভেঞ্চার কিসিমের এবং ক্ষেত্র বিশেষে ফ্যান্টাসিঘেঁষা হয়ে গেছে। ছোটবেলায় পড়লে পাঁচ তারা দিতাম।
"Duranta Eagle" means The Untamed Eagle. The book circles around a central character Jura from Russian Pamirs. This is a good book to read based on a period of insurgency in central Asia during the revolution of the then Russia whereupon USSR was formed. This is the book on the places, the people their fight for the cause of socialism. In the preface the author mentions that he have taken helps from many a books including one great "Hunter of the Pamirs" by Gorgy Tasikhan. I did not read the book, but I feel may be the book partially depended on the theme. This book reminds me of at last another great Soviet book "How the Steel was Tempered" by by Nicholai Astrovsky. I give this a mere 3 star rating, though this is a good book to read and I really liked it. However in today's date when the main theme of the book is at bay I had to take one off.
“দুরন্ত ঈগল” এক প্রাণঢালা অ্যাডভেঞ্চার গল্প, যেখানে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর স্বাক্ষরস্বভাবসুলভ রোমাঞ্চ, গতি ও রহস্যকে দারুণভাবে মেলেছেন। গল্পের তরুণ নায়করা বিপদ, ভূগোল, বুদ্ধি আর সাহসের মুখোমুখি হয়ে এগোতে থাকে—পাঠকও তাদের সঙ্গে টানটান উত্তেজনায় যাত্রা করে। লেখকের বর্ণনাভঙ্গি এতটাই জোরালো ও চিত্রময় যে মনে হয় যেন সিনেমার মতো চোখের সামনে দৃশ্যগুলো ফুটে উঠছে।
ভাগ্যিস বলশেভিক বিপ্লবের অব্যবহিত পূর্বের সময়কে পটভূমি তৈরি করে রচিত হয়েছে এই উপন্যাস। নয়তো কমিউনিস্টদের অপশাসনে ক্লান্ত জন-নাগরিকদের নিকট এই উপন্যাস মনে হত সুগারকোটেড। জানি না কমিউনিস্ট পার্টি কখনো গরীবের উপকারে এসেছে কিনা এই বঙ্গে কমিউনিস্টদের ইতিহাস শোষকের বা শাসককে তোষনের ইতিহাস। কাহিনী এবং কথা প্রণালী ভাল লেগেছে বিধায় ৪/৫ দিলাম!
প্রায় মহাকাব্য! অ্যাডভেঞ্চার প্রিয় বাঙ্গালি, এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন না! পামীরের বুকে, উন্মুক্ত আকাশে এখন নির্ভয়ে উড়ে বেরায় এক জোড়া দুরন্ত ঈগল-ঈগলী।