'সুবহে সাদিকঃ আধ্যাত্মিক ও আত্নোন্নয়ন ভাবনা' বইটি উপমহাদেশের ইসলামি সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ আল্লামা খুররম জাহ মুরাদ-এর কতগুলো ভাষণের ইংরেজি সংকলন 'In the Early Hours'-এর অনুবাদ। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বইটির বাংলা অনুবাদ করেছেন এ দেশের বিশিষ্ট অনুবাদক অধ্যাপক ড. আবু খলদুন আল-মাহমুদ এবং ড. শারমিন ইসলাম মাহমুদ। ইসলাম মানব জাতির জন্য একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের রয়েছে মানব জীবনের সকল পর্যায়ের একটি সুন্দর দিক নির্দেশনা। একদিকে মানুষের আত্মউন্নয়ন, সমাজ উন্নয়ন ও বিশ্ব মানবতার সার্বিক উন্নয়নে ইসলামের যেমন রয়েছে এক অনন্য ভূমিকা, অন্যদিকে তেমনি একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। জনাব খুররম জাহ মুরাদ তাঁর এই বইটিতে আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পর্ক, আল্লাহ তায়ালার সৃষ্টির সাথে সম্পর্ক, আল্লাহ তায়ালার পথে ব্যয় এবং সার্বক্ষণিক জিকিরের মাধ্যামে কীভাবে সেই কাংখিত লক্ষ্য (Ultimate goal is to seek the pleasure of Allah) অর্জন সম্ভব- তার একটি বিশদ বর্ণনা সাবলীলভাবে উপস্থাপন করেছেন।
বস্তুবাদকে আধ্যাত্মিকতার বরাবর দাঁড় করালে আমাদের অনেকেই বস্তুবাদের সামনে মাথা নত করে দেবে। কারণ আধ্যাত্মিকতার সঠিক ব্যাখ্যা আর পদ্ধতি আমাদের বেশিরভাগেরই অজানা। মানবিক মর্যাদা অর্জন আর পার্থিব সাফল্য- এদুটো যে পাশাপাশি চলতে পারে সেটা হয়ত আমরা বস্তুবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। অথচ এই না পারার শূন্যতাই আমাদের আধ্যাত্মিকতা থেকে দূরে সরিয়ে দেয়। ভুলে যাই জীবনের উদ্দেশ্য। চোখের সামনের রঙ্গিন দুনিয়া আর নগদ প্রাপ্তির লোভ নামিয়ে নিয়ে যায় পাশবিকতার স্তরে।
‘সুবহে সাদিক’ কাদের জন্য? যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চায় তাদের জন্য। যারা পথ চলতে চলতে চলার উদ্দেশ্য ভুলে গিয়ে অন্য পথে পা বাড়ায় তাদের জন্য। যারা তাদের আত্মাকে পরিতৃপ্ত করতে চায় তাদের সে খোরাক জুটাবে এই বই। খুররম্ মুরাদ তার এই বইতে আধ্যাত্মিকতার উন্নয়নে কি কি করা যায় তার কেবল বর্ণনা দেননি, বরং অনেকটা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন কিভাবে তা লাভ করা যায়। সবচেয়ে চমৎকার লাগবে জিকিরের বর্ণনায়। তথাকথিক জিকির-আজগার এর গতানুগতিক ধারণার বাহিরে সত্যিকারের জিকিরের পদ্ধতি তুলে ধরেছেন। বইটি অনুবাদ বেশ সাবলীল। আমি যে সংস্করণ পড়েছি তাতে বেশ কিছু বানান ভুল আর প্রিন্টিং মিসটেক আছে। মোটের উপর ব্যাক্তি জীবনে অনুসরন করার মত একটি বই।
একজন মুমিন কীভাবে তাঁর বাস্তব জীবনে আত্মিক উন্নয়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং একইসাথে ব্যক্তি, পরিবার, সমাজের প্রতি তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টি লাভের ছাঁচে গড়তে পারে সে ব্যাপারে চমৎকার দিকনির্দেশনামূলক একটি বই। ছোট্ট একটি বই, কিন্তু সে তুলনায় অসম্ভব সব দামী কথায় ভরপুর। এত স্বল্প পরিসরে একজন মুসলিমের করণীয় নিয়ে এত প্র্যাক্টিক্যাল কথাবার্তা ইতিপূর্বে কোনো বইতে পড়েছি বলে মনে পড়ে না। যে অল্প কয়টি বই পড়ে জনে জনে বিলি করার ইচ্ছা হয়েছে এই বইটি তাঁর মধ্যে একটি। আপনি যদি আপনার বাস্তব জীবনে ইসলাম চর্চা শুরু করে থাকেন এবং নিজের আমল এবং আখলাককে আরো উন্নত করতে চান তবে এই বইটি অবশ্যপাঠ্য হিসেবে রিকমেন্ড করবো।