What do you think?
Rate this book


Hardcover
ভেবে দেখলে, বেঁচে থেকে বা কী লাভ? ভালোবাসাই হচ্ছে জীবনের নিঃশ্বাস। আর, নারীই আমাদের প্রাণবায়ু। নারী ছাড়লে জীবনের কী থাকে? কে বাঁচে তখন? বাঁচতে চায়ই বা কে? আনাড়ীর মত বেঁচে থেকে কোনই লাভ নেই। তেমন নেহাৎ বাঁচায়—
কিন্তু আরো একটু ভাবিত হলে হয়ত বা দেখা যাবে, নিঃশ্বাস-বায়ু যেমন নেবার তেমনই আবার ফেলবারও। ভালোবাসারও তেমনি দেয়া-নেয়া। ভালোবাসাকেও ছাড়তে ছাড়তে যেতে হবে, পাবার সাথে সাথেই। কোন এক প্রেমকে ধরে বসে থাকা, নিঃশ্বাস আঁকড়ে থাকার মতই কষ্টকর। অকারণ ভালোলাগায় যে খুশি, ভালোবাসা হচ্ছে তারই খুশবু—নিঃশ্বাস-বায়ুর সঙ্গে জড়িয়ে। শ্বাসপ্রশ্বাসের মতই সহজ। সেই ভালোবাসাই স্বচ্ছন্দ যার যাবার আসার পথ পরিষ্কার। কোথাও কোন বাধা নেই। অক্লেশে ভালবেসে অনায়াসে ভুলে যায়।নারী আমাদের প্রাণবায়ু—হ্যাঁ—নিশ্চয়ই, তার জন্য টান থাকাও স্বাভাবিক, কিন্তু টানাটানিটা যেন কেমন! যে-নিঃশ্বাস নিতেও কষ্ট, ফেলতেও কষ্ট, প্রাণধারণের জন্য তারও দরকার হয় বটে, কিন্তু সেই টানকে ভালোবাসা না বলে হাঁপানি বলাটাই ভালো নাকি?