Swapankumar 20 GOENDA UPANYAS 5 (A Collection of 20 Detective Novels)
প্রচ্ছদ – গৌতম দাসগুপ্ত
“স্বপনকুমারের উপন্যাস আজও পাঠকদের আকর্ষণ করে কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য তাঁর যেসব ছোট ছোট উপন্যাস বহুকাল পূর্বে আমরা গ্রন্থাকারে প্রকাশ করেছিলাম সেগুলি নির্বাচিত উপন্যাসের সংকলন হিসাবে প্রকাশ করা যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য তাঁর কুড়িটি উপন্যাস প্রকাশিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। প্রকাশের সঙ্গে সঙ্গে অপ্রত্যাশিত সাফল্য। আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে দেব সাহিত্য কুটীর থেকে তাঁর ছোট যে উপন্যাসগুলি নিয়ে পাঠক মহলে কাড়াকাড়ি পড়ে যেত, এতদিন পরেও ছোট-বড়ো সব বয়সের পাঠক সেসব কাহিনি একেবারে গোগ্রাসে গিলছেন। লেখার কৌশল, নাটকীয়তা সৃষ্টি এবং গোয়েন্দা কাহিনির যেটা সবচেয়ে বড়ো গুণ -একটা অভিনব চমক সৃষ্টি এই উপন্যাসগুলির বৈশিষ্ট্য বলেই এতদিন আগের পাঠক এবং আজকের পাঠক একইরকম উৎসাহের সঙ্গে সেই সব কাহিনিগুলি পাঠ করেন। তখনও গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবং সহকারী রতনলালের নাম পাঠকের মুখে মুখে ফিরত। আজও তাদের নাম সকলের মুখে মুখে শোনা যাচ্ছে। সেই জন্যই নির্বাচিত উপন্যাসের চারটি সং কলন নিঃশেষিত প্রায় হয়ে গিয়েছে, এবার কুড়িটি উপন্যাস নিয়ে প্রকাশিত হল সংকলন। আগের খণ্ডগুলির মতোই এটি নিয়ে যে পাঠকমহলে কাড়াকাড়ি পড়ে যাবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই”