গৃহযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি ফিরছে যোদ্ধারা। কিন্তু টেক্সাসে অন্য এক যুদ্ধ শুরু করেছে পরাজিত কনফেডারেট কর্নেল আশফোর্ড। খুনে আর রেনিগেডদের একটা দল নিয়ে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছে সে, যাওয়ার পথে র্যাঞ্চে র্যাঞ্চে হানা দিচ্ছে, খুন জখম আর লুটতরাজ করছে; এমনকী মেয়েরাও রেহায় পাচ্ছে না। ভুল করল সে ক্যালকিনদের র্যাঞ্চে হানা দিয়ে। কর্নেল আশফোর্ডের পিছু ধাওয়া করল দুই ভাই... মেক্সিকো কেন, দরকার হলে নরক পর্যন্ত যাবে।
প্রেক্ষাপট এমেরিকার গৃহযুদ্ধের পরবর্তী সময়। উত্তর আর দক্ষিনের মাঝে যুদ্ধ চলছি। যুদ্ধ শেষ হয়ে গেলেও কিছু মানুষের জন্য হয়ত যুদ্ধই সব ছিল। তাদের মধ্যে একজন হল পরাজিত কনফেডারেট কর্নেল আশফোর্ড। কিছুতেই মানতে পারছিলনা যে কনফেডারেট লী আত্মসমর্পন করার মাধ্যমে যুদ্ধ শেষ হয়ে হয়ে গিয়েছে। যুদ্ধ জিইয়ে রাখতে চেয়েছিল সে। লুট পাট করার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে শুরু করে আর আগাতে শুরু করে মেক্সিকোর দিকে। এমনকি মেয়েদের গায়েও হাত দেয় সে, যা পশ্চিমের নিয়মে ক্ষমার অযোগ্য অপরাধ।
সব ঠিক ঠিক মাতই চলছিল। ঝামেলা বাধল যখন সে লুট করল ক্যালকিনদের র্যাঞ্চ। তুলে নিয়ে গেল তার বোন এবং ছোট ভাইকে। জন ক্যালকিনকি পারবে তার ভাই বোন কে উদ্ধার করতে?
পাঠ প্রতিক্রিয়াঃ ক্যালকিন সিরিজের প্রথম দিকের বই। এক টানে পড়ে শেষ করে দেওয়া যায়