উপন্যাসের শুরুটা উত্তেজনাপূর্ণ। এরপর ক্রমান্বয়ে কাহিনি ঝিমিয়ে আসে। হাবিবের অন্তর্দ্বন্দ্ব, শেফালির প্রতি আকর্ষণ বিকর্ষণ, যৌনতাড়না, আত্মপীড়ন সবকিছুর সাথেই একাত্ম হওয়া যায় কিন্তু গল্পটা ঠিক জমে ওঠে না। হাবিবের আচরণ সবক্ষেত্রে বিশ্বাসযোগ্যও নয়। তবে মশিউল আলমের লেখক জীবনের উন্মেষপর্বের লেখা হিসেবে উপন্যাসটি পড়া যেতেই পারে।