“ইয়োসিন উপযুগ থেকে ভারতীয় প্লেটের সংগে ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয় পর্বতের জন্ম এবং হিমালয়ের উত্থানের সংগে বাংলার বদ্বীপের সুচনা হয়। ঐ সময় থেকেই পৃথিবীর জলবায়ুর শীতল হওয়া শুরু হয়। অনেক বিশেষজ্ঞের মতে হিমালয়ের উত্থানের সঙ্গে পৃথিবীর ঠান্ডা হবার সম্পর্ক রয়েছে।’’ “ বদ্বীপের মুল অংশটি ভারতীয় মহাসাগরীয় ত্বকের উপর অবস্থিত এবং এই ত্বকটি বার্মা প্লেটের নিচে অধোগমন করছে সেই জন্য এই প্রকৃয়ায় পুরো ব দ্বীপ অব বাহিকা পূব দিকে ডুবছে, অর্থাৎ ডান দিকে (দক্ষিন থেকে উত্তর দিকে তাকালে) কাত হচ্ছে। এর ফলে বঙ্গীয় বদ্বীপের পশ্চিমাঞ্চলে ক্রমশঃই উত্তর থেকে জল ও পলি আগমন থেকে বঞ্চিত হচ্ছে এবং মৃতপ্রায় বদ্বীপে পরিনত হচ্ছে। তবে বদ্বীপের দক্ষিনাঞ্চল জোয়ার-ভাটার কারণে এখনো পলি ভরণের কিছুটা সুফল পাচ্ছে। যদিও বাঁধ, পোল্ডার ইত্যাদি বন্যা প্রতিরোধক ব্যবস্থা জমিতে পলি পড়ার সুযোগ থেকে বঞ্চিত করছে।বর্তমানে এই অঞ্চল বছরে ৩ থেকে ৫ কিলোমিটার পরিমানে অবনমিত হচ্ছে।’’
দীপেন (দেবদর্শী) ভট্টাচার্য (Dipen Bhattacharya) জ্যোতির্বিদ, অধ্যাপক ও লেখক। জন্ম ১৯৫৯ সালে। আদি নিবাস এলেঙ্গা, টাঙ্গাইল। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল, নটরডেম কলেজ ও ঢাকা কলেজে পড়াশুনা করেছেন।
মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ড-এ নাসার (NASA) গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটের গবেষক ছিলেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে (ইউসিআর) গামা রশ্মি জ্যোতি জ্যোতিঃপদার্থবিদ হিসেবে যোগ দেন। মহাশূন্য থেকে আসা গামা-রশ্মি পর্যবেক্ষণের জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বায়ুমণ্ডলের ওপরে বেলুনবাহিত দূরবীন ওঠানোর অভিযানসমূহে যুক্ত ছিলেন। বর্তমানে পদার্থবিদ্যায় গবেষণা করছেন ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কমিউনিটি কলেজে; এছাড়া পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞানে অধ্যাপনা করছেন ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজে। ১৯৭৫ সালে তিনি বন্ধুদের সহযোগিতায় ‘অনুসন্ধিৎসু চক্র’ নামে একটি বিজ্ঞান সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০০৬-২০০৭ সালে ফুলব্রাইট ফেলো হয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বাংলাদেশে বিজ্ঞান আন্দোলন ও পরিবেশ সচেতনতার প্রসারে যুক্ত।
পত্রপত্রিকায় বিজ্ঞান বিষয়ক লেখা ছাড়াও বাংলা ভাষায় তাঁর বিজ্ঞান-কল্পকাহিনিভিত্তিক ভিন্ন স্বাদের বেশ কয়েকটি ফিকশন বই প্রকাশিত হয়েছে।