একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী এবং সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরাসরি লড়াইয়ে অংশগ্রহণকারী বাঙালিদের তালিকা ও কর্মকান্ড নিয়ে প্রকাশিত একটি দালিলিক প্রমাণ গ্রন্থ। এই বইটি ১৯৮৭ সালে ঢাকা থেকে “মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র” কর্তৃক প্রকাশিত হয়।