অ্যান ইভনিং ইন প্যারিস অধুনা চাকরি-হারানো এক সামান্য মজুরের জীবনকাহিনী যে একদা বৃটিশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে জার্মানি, ফ্রান্স ও বার্মায় কয়েকটি বছর কাটিয়ে এসেছে।
উপমহাদেশের অন্যান্য ভাষার সাহিত্যিকদের লেখার প্রতি কৌতূহল থাকলেও, এ যাবত পড়া ছিল বলতে গেলে খুবই সামান্য। বইটি একটি আধখোলা জানালাকে যেন পুরোপুরি উন্মুক্ত করে দিল। আর ধেয়ে আসা বাতাসের জোর কিন্তু বেশ তীব্র। পড়তে গিয়ে মাহমুদুল হকের 'প্রতিদিন একটি রুমাল' বইটির কথা মনে পড়ে গিয়েছে বেশ কয়েক বার। সংকলনের প্রত্যেকটি গল্পই অত্যন্ত শক্তিশালী আবেগ সঞ্চারী। অনুবাদ বেশ প্রাঞ্জল এবং সত্যিকার অর্থেই প্রশংসনীয়। যার ফলে এখানে সেখানে গুটিকয়েক ছাপার ভুল সহজেই আগ্রাহ্য করা যায়।