সিরিয়ায় আসলে কী ঘটছে? সেখানকার সার্বিক পরিস্থিতি কী? বিশ্ব মোড়লদের কে কার পক্ষে অবস্থান নিয়েছে? আইএসের সূচনা হলো কীভাবে? সিরিয়া যুদ্ধের ভবিষ্যৎই বা কী? সিরিয়ায় কারা লড়ছে ন্যায়, ইনসাফ ও উম্মাহর হিতাকাঙ্ক্ষা নিয়ে? ইত্যকার অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘সিরিয়া মহাযুদ্ধের কাল’ বইয়ে। নির্মোহ ও স্বচ্ছদৃষ্টিতে। এ বই তার পাঠককে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে, যে দুনিয়া শিহরণ জাগানিয়া, অচিন্তনীয় ও বাস্তবসম্মত। এ বই বিশ্ব রাজনীতি, মধ্যপ্রাচ্য ও মুসলিমবিশ্ব নিয়ে আমাদের উদাস চিন্তা-ভাবনাকে পাল্টে দেবে। অনেকটা ঘুমন্ত ব্যক্তিকে কষে চড় দিয়ে জাগিয়ে তোলার মতো। এ বই পাঠককে এমন সব সত্যের মুখোমুখী করবে যা থেকে পালাবার জো নেই। এ বই আপাত পক্ষপাতহীন, সত্যাশ্রয়ী ও একই সঙ্গে মানবিকও।