Shawkat Osman (Bengali: শওকত ওসমান; Sheikh Azizur Rahman; 1917 – 1998) was a Bangladeshi novelist and short story writer.Osman's first prominent novel was Janani. Janani (Mother)is a portrait of the disintegration of a family because of the rural and urban divide. In Kritadaser Hasi (Laugh of a Slave), Osman explores the darkness of contemporary politics and reality of dictatorship.
Awards Bangla Academy Award (1962) Adamjee Literary Award (1966) President Award (1967) Ekushey Padak (1983) Mahbubullah Foundation Prize (1983) Muktadhara Literary Award (1991) Independence Day Award (1997)
সারাদিনের হাবিজাবি কাজ , বিরক্তিকর ক্লাসের সাথে ততোধিক ক্লান্তিকর সিলেবাস কিভাবে শেষ করে পরীক্ষার বৈতরণী পার হবো এই চিন্তা করতে করতে পাঠ্য বই থেকে করোনাকালীন নিয়মানুযায়ী নিরাপদ দূরত্বে না যেতে পারলেও মিনিমাম দূরত্ব বজায় রেখে গল্পের বইয়ের আকর্ষনের কাছে হার মেনে অবশেষে শুরু করেই দিলাম শওকত ওসমানের "মশ্ ফোন"
নামের সাথে মশার মিল থাকার জন্য না চিরদিনই তাদের প্রিয়পাত্রী হওয়ার সুবাদে মাশাআল্লাহ একঘন্টায় খানা পঞ্চাশ মশার কামড় খেয়ে তাদের মধ্যে জনা বিশেক মারতে মারতে চিন্তা করতেছিলাম
”স্বৈরাচারী থুক্কু মশা নিপাত যাক, জনজীবন মুক্তি পাক"
এহেন শ্লোগান দিয়ে নির্বাচন না জিততে পারলেও পত্রপত্রিকায় লেখালেখি,ফেবুতে একটুখানি নাম নিশ্চয়ই কামানো যাবে
পরে মনে পড়লো না আমার কাছে আছে কালুর মতো মশফোন যন্ত্র ,না আছে সঙ্গীসাথী নিয়ে এখন জমায়েত করে জ্বালাময়ী বক্তব্য দেওয়ার সুযোগ
কি আর করা ব্যর্থ মনোরথে কয়েল খুঁজতে খুঁজতে ভাবলাম এরপর থেকে এরোসল দিবো না গুডনাইটের একটিভ মুড অন অফ করতে করতে এই সব দিনরাত্রি হাজার বছর ধরে বহমান থাকবে
এতো গেলো আমার মত ছাই ফেলতে ভাঙ্গাকুলোর গালগল্প,লেখনী নিয়ে বলতে গেলে প্লটখানা ভালোই ছিল,মশার মেটাফোর ব্যবহারে ব্রিটিশ আমলের হিন্দু মুসলমান দাঙ্গাকে বেশ চেষ্টা করে ফুটিয়ে তুলতে গিয়ে হাস্যরসের পাঁচফোড়ন ঠিকমতো না পড়ে মোটামুটি পাচ্য গল্প কে অবশ্যই সুখাদ্য বলবো না আমি,বয়সখানা আরেকটু কম হলে বোধহয় বিবেচনা বোধের থেকে আনন্দধারায় গা ভাসিয়ে দিতাম বেমালুম
বাচ্চাকালে হিন্দু পিঁপড়া আর মুসলমান পিঁপড়ার কথা শুনতাম। এই বইটাতে সাম্প্রদায়িক দাঙ্গার উদাহরণটা হাস্যরসের মধ্যে দিয়ে হিন্দু পাড়ার মশা আর মুসলমান পাড়ার মশার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে।বৃটিশরা যে আসলেই কয়টা বৃটিশ সেটা বোঝা যায়! আরেকটু কম বয়সে পড়লে রেটিং একটু বেশি দিতাম মনে হয়।
ছোটবেলায় পড়া খুবই চমৎকার একটা বই। খুব মনে পড়ে ছোটবেলা বন্ধুদের কাছে শোনা লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ের গল্প। আসলে, সেটা আমাদের ই কথা বলতে গেলে। লাল পিঁপড়ারা ছিল হিন্দু আর কালোরা ছিল মুসলিম। স্কুল এর এক বন্ধুর সব লাল রঙের পেন্সিল হাইজ্যাক করে নিয়ে ছিলাম রাগ করে একবার। কিন্তু অনেক পরে জানতে পারলাম এই বিভাজন এর কারন আমরা নই। এই বইটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। সাদা চোখে দেখলে খুবই সিম্পল কিশোর এডভেঞ্চার ঠিক যেমনটা আমরা দেখতে পাই জাফর ইকবাল এর লেখায়। কিন্তু রূপক অর্থে, অসাধারণ একটা মেটাফর দিয়ে গেছেন শওকত ওসমান।