"আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয়"
কী ভাবছেন?
আলোচ্য রহস্য উপন্যাসটির (অট্টহাস্য!) কাব্যময়তা আমাকে জীবনানন্দ পাঠের সঙ্গে তুলনীয় কিছু অনুভূতি উপহার দিয়েছে?
বইটি পড়ার পর কি মৃত্যুচেতনার নীলচে কালো রং আমার ক্লিষ্ট মনে কার্তিকের জ্যোৎস্নায় মহীনের ঘোড়াগুলোর ঘাস খাওয়া বা কোনো কিমাকার ডাইনামোর ছবিই ফুটিয়ে তুলছে?
আজ্ঞে না।
বইটা পড়ে আমার যা মনে হল, তা অনেকটা ওই লাইনের কাছাকাছি:
"আমরা যাইনি মরে আজও - তাই শুধু গালির জন্ম হয়"!
একটা সো-কলড রহস্য উপন্যাস কতটা খারাপ হতে পারে, তার একটা স্ট্যান্ডার্ড বলা যায় এই লেখাটিকে।
চল্লিশোর্ধ্ব একটি ক্যুরিয়ার এজেন্ট ঘোড়া রোগে (আবার জীবনানন্দ!) আক্রান্ত হল, মানে তার হঠাৎ ডিটেকটিভ হওয়ার বাসনা জাগল।
প্রায় হাতের কাছে সুলভ শৌচালয় পাওয়ার মতো করে গোয়েন্দাগিরি করার সুযোগও তার কাছে এসে গেল।
তারপর শুরু হল রহস্যভেদ, যদিও খুনটা হল তার অনেএএএএক পরে!
চমকে গেছেন? ভাবছেন, তাহলে উক্ত রহস্যভেদী তথা ক্যুরিয়ার এজেন্ট কী করছিলেন?
অকপটে বলি, বইটার নাম হওয়া উচিত ছিল হিন্দিকেশ রহস্য।
এবং এই বই পয়সা খরচ করে কিনেছি বলে আমার নিজেকে বল-দ ছাড়া কিছু মনে হচ্ছে না।
ধূমপান বিরোধী ভিডিওতে হাসপাতালের বেড থেকে পেশেন্ট যেভাবে বলে, ঠিক সেইভাবে বলছি: যে ভুল আমি করেছি, তা আপনারা করবেন না।
বল-দ হবেন না।