নিয়াজ মোর্শেদ ১৯৮৩ সালের নভেম্বর মাসে, মেজর রাহাত সিরিজের স্যাবটাজ-১ বই এর মাধ্যমে কাজীদার সাথে যৌথ লেখা দিয়ে আবির্ভাব করেন সেবা প্রকাশনীতে। এবং তার বই দিয়ে শুরু হয় কিশোর ক্লাসিক সিরিজ ১৯৮৪ সালে। এছাড়া তিনি লিখেছেন রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর থ্রিরার এডভেঞ্চার, অনুবাদ, কিশোর অনুবাদ, শিশু ক্লাসিক সিরিজের অনেক বই।