What do you think?
Rate this book


304 pages, Paperback
Published November 16, 2016
মুসলিম ইতিহাস বিকৃতির একটি উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে এই বইটি। উসমানী খিলাফতের দশম সুলতান, সুলতান সুলেমান খানের মত চরিত্রবাণ, ন্যারপরায়ণ, সুবিচারক, দক্ষ আর মুত্তাকী একজন শাসককে চরিত্রহীন আর নারীলোভী চরিত্রে চিত্রায়িত করা হয়েছে এই বইয়ে, যা পাঠক হিসেবে একজন মুসলিমের জন্য সত্যিই হতাশাজনক। সুলতানের এই তথাকথিত চরিত্রহীন রূপ নিঃসন্দেহে নিরপেক্ষ মানুষের মনে ইসলাম ও ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে কদাকার একটি ধারণাই তুলে ধরবে। মুসলিম হিসেবে, সবারই উচিত এই বইটিকে প্রত্যাখ্যান করা।
সেবা প্রকাশনীর অনুবাদ নিয়ে অনেক আগে থেকেই একটি ভালো ধারণা ছিল। সেক্ষেত্রে চরম হতাশ হতে হবে এই বইটি পড়লে। অনুবাদক "ডিউক জন" নিজেও জানেন না, তিনি কি অনুবাদ করেছেন। "জান", "মাগী" এর মত নিচুস্তরের ভাষার ব্যবহার বইটি পড়ার আগ্রহকে মুছে দিতে বাধ্য করবে।
সংলাপে হিন্দি ও উর্দু ভাষা ব্যবহার করার প্রয়াস লেখকের ভাষাজ্ঞানের দৈন্যতাকে ফুটিয়ে তুলেছে। বইটির কেন্দ্রীয় চরিত্র একজন ইসলামিক ব্যক্তিত্ব হওয়ায়, লেখক হয়তো বেশি উর্দু আর হিন্দি ভাষা ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু লেখক হয়তো ভুলে গিয়েছিলেন যে বইটির মূল হচ্ছে তার্কিশ, ইন্ডিয়ান বা পাকিস্তানি নয়। মোটের উপর সেবা প্রকাশনীর কাছে থেকে এতটা নিম্নমানের একটি অনুবাদ আশা করা যায় না।