Jump to ratings and reviews
Rate this book

সুলতান সুলেমান

Rate this book
অটোমান সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সুলতান ছিলেন সুলেমান খান। বিচিত্র তাঁর জীবন। পূর্বসুরিদের চাইতে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।
অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক—সব দিক থেকে ষোলো শতকের ইউরোপে হয়ে ওঠেন তিনি
অপ্রতিরোধ্য। এ ছাড়া সমাজ, সংস্কৃতি ও শিক্ষা-ব্যবস্থার প্রভূত উন্নতি হয় তাঁর শাসনামলে।
হেরেমের দাসী আলেক্সান্দ্রাকে সুলতানার মর্যাদা দেয়ার মাধ্যমে অনন্য নজির সৃষ্টি করেন সুলেমান। এর ফলে ভেঙে যায় দুই শতাব্দীর অটোমান ঐতিহ্য।
উপপত্নী থেকে বৈধ স্ত্রীর সম্মান পেয়ে অন্দরমহলের অবগুণ্ঠন ছেড়ে বেরিয়ে আসেন আলেক্সান্দ্রা...
পরিণত হন সাম্রাজ্যের অন্যতম চালিকা শক্তিতে...
রক্ত, প্রেম, রাজনীতি আর প্রাসাদ-ষড়যন্ত্রের অসামান্য এ আখ্যান গায়ে কাঁটা দেয়ার মতোই রোমাঞ্চকর!

304 pages, Paperback

Published November 16, 2016

6 people are currently reading
59 people want to read

About the author

Meral Okay

1 book1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (1%)
4 stars
6 (10%)
3 stars
12 (21%)
2 stars
21 (36%)
1 star
17 (29%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Benozir Ahmed.
203 reviews88 followers
December 28, 2020
পড়তে পড়তে মনে হইছে লেখক দীপ্ত টিভির সিরিয়াল টা HD কোয়ালিটি ডাউনলোড করে তারপর ট্রান্সক্রাইব করতে বসছেন আর মাঝে মধ্যে নাস্তা করে আসার সময় পকেটে করে কয়েক চিমটি সাহিত্যরূপী (প্রায়) টেস্টিং সল্ট নিয়ে এসে ছিটিয়ে দিয়েছেন।

সেবা প্রকাশনী "wake up"

Great fandom demands greater responsibility.
Profile Image for Osman Iqbal Fahad.
13 reviews1 follower
December 19, 2016

মুসলিম ইতিহাস বিকৃতির একটি উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে এই বইটি। উসমানী খিলাফতের দশম সুলতান, সুলতান সুলেমান খানের মত চরিত্রবাণ, ন্যারপরায়ণ, সুবিচারক, দক্ষ আর মুত্তাকী একজন শাসককে চরিত্রহীন আর নারীলোভী চরিত্রে চিত্রায়িত করা হয়েছে এই বইয়ে, যা পাঠক হিসেবে একজন মুসলিমের জন্য সত্যিই হতাশাজনক। সুলতানের এই তথাকথিত চরিত্রহীন রূপ নিঃসন্দেহে নিরপেক্ষ মানুষের মনে ইসলাম ও ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে কদাকার একটি ধারণাই তুলে ধরবে। মুসলিম হিসেবে, সবারই উচিত এই বইটিকে প্রত্যাখ্যান করা।

সেবা প্রকাশনীর অনুবাদ নিয়ে অনেক আগে থেকেই একটি ভালো ধারণা ছিল। সেক্ষেত্রে চরম হতাশ হতে হবে এই বইটি পড়লে। অনুবাদক "ডিউক জন" নিজেও জানেন না, তিনি কি অনুবাদ করেছেন। "জান", "মাগী" এর মত নিচুস্তরের ভাষার ব্যবহার বইটি পড়ার আগ্রহকে মুছে দিতে বাধ্য করবে।

সংলাপে হিন্দি ও উর্দু ভাষা ব্যবহার করার প্রয়াস লেখকের ভাষাজ্ঞানের দৈন্যতাকে ফুটিয়ে তুলেছে। বইটির কেন্দ্রীয় চরিত্র একজন ইসলামিক ব্যক্তিত্ব হওয়ায়, লেখক হয়তো বেশি উর্দু আর হিন্দি ভাষা ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু লেখক হয়তো ভুলে গিয়েছিলেন যে বইটির মূল হচ্ছে তার্কিশ, ইন্ডিয়ান বা পাকিস্তানি নয়। মোটের উপর সেবা প্রকাশনীর কাছে থেকে এতটা নিম্নমানের একটি অনুবাদ আশা করা যায় না।

Profile Image for Sarah Haque.
427 reviews104 followers
September 24, 2017
সেবার বই পড়ি না অনেকদিন.... এই বছর ৩টা কিনেছিলাম তার মধ্যে এটাও ছিল...ঐতিহাসিক কাহিনী মনে করেই বইটা কেনা...আজকে বেশিক্ষণ পড়তে পারিনি...২০ মিনিটে ৮০ পেজ and I gave up...এর চে জঘন্য বই শেষ কবে পড়েছি মনে নেই....
Profile Image for সারস্বত .
237 reviews136 followers
November 2, 2018
সুলতানের শাসনামলে তুর্কি হেরেম নারীদের হিংসার বিষাক্ত আর হিংস্রতার ঐতিহাসিক রোজনামচা বইটি
Profile Image for Farhan.
725 reviews12 followers
May 6, 2020
উপলব্ধিঃ সব শালা রাজা-বাদশাহই লুচ্চা লম্পট।
Profile Image for শুভাগত দীপ.
276 reviews43 followers
November 16, 2017
|| রিভিউ ||

বই : সুলতান সুলেমান
মূল : মেরাল ওকায়
রূপান্তর : ডিউক জন
প্রকাশক : সেবা প্রকাশনী
প্রকাশকাল : ২০১৬
ঘরানা : ঐতিহাসিক উপন্যাস
পৃষ্ঠা : ৩০৪
প্রচ্ছদ : ডিউক জন
মুদ্রিত মূল্য : ১০৯ টাকা

হেরেম। নৃপতিদের আনন্দসহচরী বা রক্ষিতাদের বাসস্থান। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মিং, অটোমান, মুঘল সহ অনেক সাম্রাজ্যেই এই হেরেম প্রথার চল ছিলো। কিছু ক্ষেত্রে এই হেরেম থেকে নাড়া কলকাঠিটেই পালটে গেছে পুরো একটা সাম্রাজ্যের হালচাল। অনেক বিখ্যাত লেখক এসব হেরেমকে উপজীব্য করেই রচনা করেছেন পাঠকনন্দিত বহু উপন্যাস। 'সুলতান সুলেমান' উপন্যাসের কাহিনিরও অনেক বড় অংশ জুড়ে প্রাধান্য পেয়েছে অটোমান হেরেম। ষোলো শতকের ইউরোপের অনেকটাই এই উপন্যাসে উঠে এসেছে অটোমান সাম্রাজ্যের হেরেমের হাত ধরে।

সুলতান সুলেমান খান অটোমান সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সুলতান। পিতা সুলতান সেলিম খানের মৃত্যুর পর তিনি অটোমান সিংহাসনে বসেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে অটোমান সাম্রাজ্য পৌঁছে যায় উন্নতির এক অন্যরকম উচ্চতায়। 'সুলতান সুলেমান' বইয়ে মূলত সিংহাসন আরোহণ পরবর্তী সময়কালে এই অটোমান সম্রাটের জীবনকে তুলে আনা হয়েছে। তৎকালীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়গুলো ছাড়াও সুলতান সুলেমান খানের জীবনাচরণ ও ব্যক্তিগত নানা ব্যাপার নিয়ে লিখিত হয়েছে এই ঐতিহাসিক উপন্যাস।

রাশান সুন্দরী আলেক্সান্দ্রার অটোমান হেরেমে আগমনের পর থেকেই আলাদা একটা গতি পায় 'সুলতান সুলেমান'-এর কাহিনি। বিদ্রোহী স্বভাবের আলেক্সান্দ্রা শুরু থেকেই হেরেম ও প্রাসাদের সবার কাছে আলাদা এক মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর নানা ঘটনার মধ্য দিয়ে আলেক্সান্দ্রা পরিণত হয় স্বয়ং সুলতান সুলেমানের প্রিয়পাত্রীতে। হেরেমের তথাকথিত নিয়মকানুন আর শেকল শিথিল হয়ে আসে আলেক্সান্দ্রার জন্য। সুলতান সুলেমান আলেক্সান্দ্রাকে রূপান্তরিত করেন হুররেমে। একজন দাসী নিজের সৌন্দর্য আর গুণ দিয়ে হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের সুলতানের সুলতানা।

এদিকে সুলতান সুলেমানের প্রথম সন্তান মুস্তফার মা মাহিদেভরান সুলতানের প্রিয়পাত্রী হুররেমের প্রতি নারীসুলভ ঈর্ষার বশবর্তী হয়ে ঘটাতে থাকে একের পর এক অঘটন। প্রাসাদ ষড়যন্ত্রের এক শ্বাসরুদ্ধকর অধ্যায় রচিত হতে থাকে তার হাত ধরে। হুররেমে মজে থাকা সুলতানকে নিজের দিকে ফেরানোর জন্য মাহিদেভরান মরিয়া হয়ে ওঠে। সুলতানের মা হাফসা সুলতান, বোন হাফিজা সুলতান, একান্ত সচিব ইব্রাহিম পারগালি সহ আরো কিছু চরিত্র অবধারিতভাবেই সমাবেশ ঘটায় প্রাসাদ ও হেরেমের এমন নাটকে।

একদিকে অটোমান সাম্রাজ্যের সীমানাকে বর্ধিত করার রাজনৈতিক পদক্ষেপ আর অন্যদিকে নিজ অন্দরমহলে ঘটে চলা উত্থানপতনের মধ্যে দিয়ে নিজ গতিতে এগিয়ে যেতে থাকেন সুলতান সুলেমান খান। রক্তের নহর যেমন বয়ে যায়, তেমনই শান্তির সুবাতাসও বয়ে যায় যুগপৎ এই উপাখ্যানে। যা একবার পড়া শুরু করলে ঐতিহাসিক কাহিনিপ্রেমী যেকোন পাঠক এর মাঝে ডুবে যেতে বাধ্য।

ব্যক্তিগত মতামত : তুর্কি লেখিকা মেরাল ওকায়-এর বিখ্যাত উপন্যাস 'মুহতেশাম ইজরিয়েল'-এর রূপান্তরই 'সুলতান সুলেমান'। অটোমান সাম্রাজ্যের সম্রাট সুলতান সুলেমানকে নিয়ে লিখিত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম পাঠকনন্দিত উপন্যাস এটা। মাতৃভাষা বাংলায় এই বইটাকে অসাধারণভাবে রূপান্তর করেছেন এই সময়ের জনপ্রিয় লেখক ও অনুবাদক ডিউক জন। বইটার চমৎকার প্রচ্ছদটাও তাঁর করা।

'সুলতান সুলেমান' পড়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ এক মুগ্ধতা জড়িয়ে ছিলো। কাহিনির গাঁথুনি ও গল্প বলার অনন্য ধরণ বইটা উপভোগে দারুন সহায়ক ছিলো। তবে কাহিনিটা আমার কাছে যতোটা অটোমান হেরেম কেন্দ্রীক মনে হয়েছে, ততোটা যুদ্ধ কেন্দ্রীক মনে হয়নি। সুলতান সুলেমান যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেগুলোর বর্ণনা আমার কাছে অপ্রতুল বলে মনে হয়েছে। তবে হেরেমের ব্যাপারগুলো দারুনভাবে বর্ণনা করেছেন লেখিকা। যা তৎকালীন অটোমান অন্দরমহল ও তার অন্তঃপুরবাসিনীদের সম্বন্ধে একটা সম্যক ধারণা দান করেছে।

ইতিমধ্যে সেবা'র নিয়মিত পাঠকদের অনেকেই 'সুলতান সুলেমান পড়েছেন। যারা পড়েননি, পড়ে ফেলতে পারেন ���ই অসাধারণ ঐতিহাসিক উপন্যাসটা।

রেটিং : ৪.৫/৫

© শুভাগত দীপ
Profile Image for Habib Rahman.
77 reviews1 follower
October 30, 2024
সুলতান সুলেমান এর কথা কম, হেরেমের পলিটিক্স নিয়ে আলোচনা ছিল বেশি। এটাই বুঝলাম না শুরুতে বিদ্রোহী হিসেবে পোট্রের্ট করা আলেক্সান্দ্রা সুলতানের সাথে দেখা হবার সাথে সাথেই কীভাবে যেন হয়ে গেল সুলতানের প্রেমে পাগল। বাংলা সিনেমা নাকি! একটা কনফিউশান আছে আমার। এক জায়গায় বলা হয়েছে আলেক্সান্দ্রার বাবা ছিল যাজক। কিন্তু সেই আলেক্সান্দ্রাই কীভাবে সর্প নৃত্য দেখিয়ে সুলতানকে বশে নিল। যাজকের কন্যা কোনো ট্রেনিং ছাড়া এরকম নাচ কোথা থেকে শিখলো?
Profile Image for Ahmed Aziz.
384 reviews69 followers
January 24, 2017
বইটা পড়ে চোয়াল ঝুলে পড়লো; অবিশ্বাস্য সব দৃশ্যকল্প; হা রে রে রে করে ডাকাত পড়ে, নায়িকা ছেড়ে দে শয়তান বলে টানাটানি করে। কিন্তু সব কিছু ছাড়িয়ে গেল নায়িকার ফিটের ব্যামো, মিনিটে মিনিটে কারণে অকারণে নায়িকা ফিট।
Profile Image for Fahim.
35 reviews47 followers
February 24, 2017
পয়সা এবং সময় - দুটিরই অপচয়।
Profile Image for DEHAN.
277 reviews81 followers
September 13, 2018
iBRAHIM PARGALI RE NA MAIRA FALAILO ! KOI EIKHANE TO TEMON KISUI DEKHLAM NA
Profile Image for Anwar Shimul.
Author 5 books16 followers
September 12, 2020
ডিউক জনের কাব্যিক গদ্যের কারণে পড়তে পারলাম। গল্প হিসেবে খুব দূর্বল। সম্ভবতঃ আখ্যান হিসেবে অসম্পূর্ণ।
Profile Image for সীমান্ত  ঈগল.
12 reviews2 followers
October 27, 2018
খুব আগ্রহ সহকারে বইটি নিয়ে বসেছিলাম। এক বসায় ২০০ পেজ! উত্তেজনায় ভরপুর ছিলো কিন্তু শেষের দিকে তার ছিটফোটাও অবশিষ্ট ছিলো না। গল্পটা অসাম্ত রাখা হয়েছে বিধায়, খুব একটা ভালো লাগেনি। শেষের দিকে বিরক্তিকর লেগেছে।
Profile Image for Fahad Jewel.
33 reviews14 followers
September 16, 2017
রেটিং এ এক তারার বেশি দিতে পারলাম না, কারণ যথেষ্ট পরিমান তথ্য ও ইতিহাস বিকৃত হয়েছে বইটিতে।
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.