একুশ শতকের শেষ প্রান্তে, যখন ৯০.৮ শতাংশ মানুষের জন্ম হয় মানব প্রজনন কারখানায়, যখন নারী পুরুষের প্রেমে পড়ে না, পুরুষ নারীর প্রেমে পড়ে না, যখন প্রেম, সখ্য, সংসর্গ হয় পুরুষে-পুরুষে আর নারীতে-নারীতে, এটা সেই সময়ের গল্প। এ গল্পে আছেন সুগত মণ্ডল নামে এক প্রাচীনপন্থী সমাজবিজ্ঞানী, যিনি বলতে চান মানুষের জন্মক্ষেত্র হিসেবে কারখানা অপেক্ষা নারীগর্ভ উত্তম; যিনি গবেষণা করে দেখিয়েছেন গর্ভজাত নারীপুরুষেরা কারখানাজাতদের চেয়ে উৎকৃষ্ট। এই তত্ত্ব প্রচারের জন্য তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ, তাকে হত্যা করার জন্য পাঠানাে হয় কিলার রােবট। আরাে আছে বায়ােকেমিক্যাল চিপের এক কম্পিউটার, যে নিজেকে মহামতি সক্রেটিসের মতাে। প্রজ্ঞাবান বলে দাবি করে এবং মানুষের কাছে মানুষের মতাে সম্মান চায়। এই কাহিনির কেন্দ্রবিন্দুতে আছে তমাল নামের এক কারখানাজাত যুবক আর শীলা নামের এক গর্ভজাত যুবতী। একজন সমকামী পুরুষ, অন্যজন সমকামী নারী। কিন্তু দৈবক্রমে তমাল শীলার প্রেমে পড়ে যায়। শীলা তমালের প্রেমকে নিষিদ্ধ, অস্বাভাবিক, পাগলামীপূর্ণ বলে প্রত্যাখ্যান করতে চায় কিন্তু পারে না। তার অজান্তে তমাল তার হৃদয় হরণ করে। লেসবিয়ান প্রবণতা লুপ্ত হয় শীলার। তার স্বপ্নে হানা দেয় পুরুষ। স্বপ্নের মধ্যে সে ছুটে যায় তমালের কাছে। কিন্তু এমন নিষিদ্ধ সম্পর্ক কি এরকম সমাজে সহজে স্থাপিত হতে পারে? শুরু হয় অসহ্য টানাপড়েন।
Mashiul Alam was born in northern Bangladesh in 1966. He graduated in journalism from the Peoples’ Friendship University of Russia in Moscow in 1993. He works at Prothom Alo, the leading Bengali daily in Bangladesh. He is the author of a dozen books including Second Night with Tanushree (a novel), Ghora Masud (a novella), Mangsher Karbar (The Meat Market, short stories), and Pakistan (short stories).
এই মানুষটা একটা জেম। বইটার শুরুর চ্যাপ্টারগুলোর কথোপকথন অধিকাংশই ইংরেজির বাংলা টান্সলিটারেশন হলেও পড়তে মন্দ লাগছিল না। একই কাজ অন্য কোনো লেখক করলে হয়তো ঘোর আপত্তি করতাম, কিন্তু কেন জানি এটাতে সমালোচনা করতে পারছি না। এডাল্ট সাই ফাই এটা। এমন সময়ের পৃথিবী যখন হোমোসেক্সুয়ালিটিই মেজরিটি, হেটারোরা মাইনো। হেটারোদের কীর্তিকলাপ বরং ঘৃণার চোখে দেখা হয়।
গল্পটা দুই নারী পুরুষকে নিয়ে৷ যারা আলাদা আলাদা ভাবে গে এবং লেসবিয়ান হলেও আদতে হোমোকনফিউজড এক জোড়া। অস্থির পৃথিবীতে ফ্যাক্টরিবর্ন আর গর্ভবর্ন দের মাঝে ধিকিধিকি জ্বলতে থাকা বৈষম্য ঠিকই দেশব্যাপী দাবানল হয়ে ছড়িয়ে পরে। মানসিক ভারসাম্যহীন হোমোকনফিউজড পুরুষ, হেটারোসেক্সুয়ালিটি আবিষ্কার করা এক তরুণী আর অদ্ভুত দার্শনিক বায়োকেমিক্যাল চিপের কম্পিউটারের গল্পে আপনাকে স্বাগতম।