MRITYUKE AMI DEKHECHHI True Life Stories By Tridib Kumar Chattyopadhyay
প্রচ্ছদ - গৌতম দাশগুপ্ত অলকংরণ - জুরান নাথ
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মানুষ অপরাজেয়। শেষ পর্যন্ত সে লড়ে যায় মৃত্যুর সঙ্গে, চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কালান্তককে। ভয়ংকর সব ঘটনা। মৃত্যুর মিছিল। তার মধ্যেও গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা আর ঘটনা সম্পূর্ণ গল্পের মোড়কে এই বইতে।
সূচিপত্র –
মৃত্যুকে আমি দেখেছি বন্ধু অগ্নিযুদ্ধ ভয় করে জয় কেউ কি জানত রুদ্ধশ্বাস মুহূর্তে সীমান্তের আতঙ্ক ভয়ংকর মুহূর্ত দুঃস্বপ্নের রাত মৃত্যু-মিছিল সারাটোগা খেলা ভাঙার খেলা বিজ্ঞানের দুঃস্বপ্ন দামামা ওই বাজে সামনে সলিল সমাধি
১৫ টি 'ট্রু লাইফ স্টোরি'। পটভূমি বাংলা, ভারত এবং দেশ-বিদেশ। সব গল্পই সত্যি। শুরু করলে শেষ করতেই হবে।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার
বইটিতে আছে মোট ১৫ টি গল্প। যার মধ্যে ৫,৬ টা গল্প আমার ভালো লেগেছে। বাকি গুলো মোটামুটি। লেখক এর লেখার ধরন খুব সহজ ভাষায় বলে আমার ওনার বই পড়তে ভালো লাগে। আমি এর আগে ত্রিদিব বাবুর অনেক লেখা বই পড়েছি আর বলা বাহুল্য আমার ভালোও লেগেছিল। কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা একদম উল্টো। কিছু কিছু গল্প আমার পড়ে মনে হয়েছে আসলেই ঘটেছে বাস্তবে, কিন্তু কিছু কিছু গল্প আমার *গল্পই* লেগেছে। বইয়ের নাম যা দেওয়া হয়েছে তাতে করে অনেক গল্পই আমার মনে হয়েছে আদেও মৃত্যু কে তারা দেখেনি সামান্য দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে।
সে যাই হোক ব্যক্তিগত মতামত, তবে আমি এই বইটি পড়তে বারণ করছি না আপনাদের ভালো লাগলেও লাগতে পারে । ধন্যবাদ 🙏🏻🤍