তাসের নিষ্পত্তি শেষ পর্যন্ত বুলেটে হয়েছে, এই প্রথম দেখেনি জিম শেভার্ন। কিন্তু সমস্যাটা অন্যখানে, যেহেতু নিজেই খেলছে, তাই যত দ্রুত সম্ভব সোডা স্প্রিং ছাড়তে পারাই সমীচীন মনে করল ও।
কিন্তু অদৃষ্ট আর অচেনা কেউ যেন চাইছে না সোডা স্প্রিং ছেড়ে যাক ও। যতবারই চেষ্টা করল, ফিরে আসতে হলো ওকে। আচমকা জানতে পারল সম্পূর্ণ অচেনা এক লোক সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে গেছে ওকে।
শর্ত একটাই – কোন ক্রমেই শত্রুদের কাছে হার মানা যাবে না।