পাচার হয়ে যাচ্ছে মানুষ! পৃথিবীর অন্যতম জঘন্য ব্যবসায় মেতেছে এই শতাব্দীর তথাকথিত সভ্য কিছু দেশ। বাংলাদেশ আর বার্মা থেকে গরীব আর অসহায় মানুষদের বিভিন্ন ভাবে ভয় আর লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মালয়শিয়ার স্বপ্ন দেখিয়ে। আর তারপরে কাজে না লাগলে যে কোন পণ্যের মত ছুঁড়ে ফেলা হচ্ছে সাগরে অথবা জিম্মী করে আবার নেয়া হচ্ছে মুক্তিপণ। প্রথাগতভাবে এদের শক্তিশালী নেটওয়ার্ক কে ধরাই যাচ্ছে না ফলে নীরবে কাজে নামলো এসবিআই। পৃথিবীর বেশ কিছু দেশের গোপন সংস্থা। তাদের একাধিক এজেন্ট এই এসাইনমেন্ট এ মারা পড়ার পর এবার দায়িত্ব পড়লো বাংলাদেশের দূর্ধর্ষ এজেন্ট সি.কে. জাকির। সব কিছু নিজের মত করে গুছিয়ে আনলেও মাঝপথে আন্দামানের উপকূলে ঘটনা হাতের বাইরে চলে গেলো তাঁর। দলের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। মৃত্যুর আগে অন্তত তার নামটা বের করাই এখন জাকির একমাত্র ইচ্ছা।
পঞ্চ রোমাঞ্চের 'অন্য কোনখানে'তে আরাফাত করিমের আঁকা নজর কেড়েছিলো, সেই সূত্রে এখন অন্য বই গুলোও পড়ছি। এক কথায় দুর্দান্ত! কাজী আনোয়ার হোসেনের লেখার কম্পলিমেন্ট করা কঠিন কাজ হবার কথা, কিন্তু অন্য কোনখানের আঁকা কাহিনীটাকে যেন এক নতুন মাত্রা দিয়েছিল। বড়দের জন্য লেখা সিরিয়াস কমিকসের জন্য ঢাকা কমিকসের বইতেই নিয়মিত চোখ বোলানো হয় অন্য গুলো বাদ দিয়ে, তবে এখন পর্যন্ত 'পঞ্চ রোমাঞ্চ' বাদে অন্য কোন বইয়ে মনযোগ ধরে রাখার মত গল্প চোখে পড়েনি। এই বইটা দেখে মনে হচ্ছে কাহিনী ব্ল্যান্ড হলেও শুধু আঁকার জন্যেও বই পড়া যায়। শিল্পীর অন্যান্য কাজের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো।